আসামের পাশে ত্রিপুরা বিজ্ঞপ্তি আসামের বন্যা পীড়িত আর্ত আপামর জনসাধারণের সাহায্যার্থে গত ৬ ই জুলাই আগরতলা থেকে শিলচরের উদ্দেশ্যে রওনা হয়েছিল ত্রিপুরা রাজ্যের সাতাশটি সামাজিক সংস্থার এক যৌথ ফোরাম । আগরতলা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে সবুজ পতাকা ও বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে যাত্রা শুরু হয় আসামের পাশে ত্রিপুরা শীর্ষক এই কর্মযজ্ঞের । উপস্থিত ছিলেন সিআরপিএফ – এর ডিআইজি রামকৃষ্ণ মিশন , বিবেকনগর শাখার অধ্যক্ষ স্বামী শুভকরাননদ মহারাজ সহ অন্যান্যরা । স্বামী বিবেকানন্দের অভয় বাণী মাথায় নিয়ে এই মহতী কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পরার সংকল্প নিয়েছিলেন সম্মিলিত সামাজিক সংস্থার উদ্যমী , কর্মঠ সদস্য – সদস্যারা । আপামর ত্রিপুরাবাসীর সহযোগিতায় ১০০০ পরিবারকে প্রতি পরিবারপিছু ১০ কেজি চাল , ১ কেজি ডাল , ২ কেজি চিরে , ৩০০ গ্রাম গুড় , মোম , দেশলাই , ৪ লিটার পানীয় জল , সাবান , শিশুদের জন্য দুধ , বিস্কিট , মা – বোনদের জন্যে স্যানিটারি প্যাড ইত্যাদি নিয়ে রওনা হয় যৌথ ফোরামের সদস্য – সদস্যারা ।শনিবার রাজধানী আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে করে একথা গুলো বলেন আসামের পাশে এিপুরা ২৭ টি সংগঠন এর সদস্য সদস্যরা।



