মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা আই জি এম হাসপাতালে কোভিড ভ্যাকসিন অমৃত মহোৎসবের উদ্বোধন করেন। উল্লেখ্য আজাদীকা অমৃত মহোৎসব উপলক্ষে ৭৫ দিনের ক্যাম্পেইন জন অভিযান কর্মসূচি আজ থেকে হাতে নেওয়া হয়েছে। রাজ্যে প্রায় ১ হাজার ৪০০টি কোভিদ টিকাকরন সেন্টারে কোভিড টিকার আগাম সুরক্ষার ডোজ দেওয়া হবে। রাজ্যে এখন পর্যন্ত কোভিড ১৯ টিকা করনে এখন পর্যন্ত ৫৫ লক্ষ ১৭ হাজার ২২ জন সুবিধাবীদের কোভিদ টিকা দেওয়া হয়েছে। রাজ্যের বর্তমানে প্রায় ১৯ লক্ষ ৯৩ হাজার ৭৮৮ জন নাগরিকদের কোভিদ টিকার সুরক্ষার ডোজ দেওয়া হবে। রাজ্যে বর্তমানে এক লক্ষ ১৫ হাজার ৩৯০ টি কভিড টিকার সুরক্ষা ডোজ মজুদ রয়েছে বলে জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।



