শুক্রবার সকালে আগরতলার লেইক চৌমুহনী বাজার কমিটি ও এিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর উদ্যোগে লেইক চৌমুহনী বাজারে ক্রেতা-বিক্রেতা দের মধ্যে মাস্ক বিতরন করা হয়, পাশাপাশি সকলকে সচেতন থাকার আবেদন করা হয়। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক অসীম সাহা, মার্চেন্ট অ্যাসোসিয়েশন এর কর্ম কর্তা রা ও লেইক চৌমুহনী বাজার কমিটির সদস্যরা।এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে সদর মহকুমাশাসক অসীম সাহা বলেন করোনার চতুর্থ ডেও সারা দেশের সাথে রাজ্য ও তার প্রভাব ফেলেছে তাই করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পেতে জনগণকে সচেতনতা অবলম্বন করতে হবে পাশাপাশি মাস্ক স্যানিটাইজার ও সামাজিক দূরত্ব মেনে চলা দরকার এই সমস্ত করুণা বিধি নিষেধ পালন করলে পরে করুণা ভাইরাস থেকে মুক্ত থাকা যাবে বলে জানান তিনি।



