শুক্রবার ভলেন্টারি হেলথ এসোসিয়েশন অফ ত্রিপুরার পক্ষ থেকে আসামে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সামগ্রী প্রেরন কর্মসূচির আয়োজন করা হয়। এদিন উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রান সামগ্রী প্রেরন করা হয়। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র বলেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এগিয়ে এসেছে অনেক সামাজিক সংস্থা ব্যক্তি এবং সরকার, তাছাড ভলান্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে সাধুবাদ জানান।



