শুক্রবার সিপার্ডে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত ওয়েব মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের স্কিল ডেভেলপমেন্ট ২য় দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিনের কর্মশালায় আফ্রিদা হুসেন, ডেপুটি এডিটর, এন ই ব্যুরো, ইন্ডিয়া টুডে, ডিজিটাল মিডিয়া সাংবাদিকের ভূমিকা নিয়ে আলোচনা করেন, তিনি বলেন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ভারসাম্যতা দরকার। তাছাড়া কোন একজন ব্যাক্তিকে নিয়ে সংবাদ পরিবেশন করার সময় একদিক দেখে নয় অভিযুক্ত ব্যাক্তির মতামত ও জেনে নেওয়া দরকার যার ফলে জনগন বিচার করতে পারবে আদৌ কি সেই ব্যাক্তি দোষী কিনা। তার পাশাপাশি কোন সাংবাদিক যদি কোন এক রাজনৈতিক দলের আইডোলজিকে পছন্দ করতেই পারে কিন্তু খবর পরিবেশনের ক্ষেত্রে সেই আইডিওলজি যেন খবরে যেন প্রতিফলিত না হয় সেদিকে লক্ষ রাখা এবং খবর পরিবেশনের ক্ষেত্রে ভারসাম্যতা বজায় রাখা দরকার, কেননা একপক্ষ খবর পরিবেশন উচিত নই বলে জানান এবং সর্বশেষে সাংবাদিকদের খবর লেখার ক্ষেত্রে উভয়দিকে বিচার বিবেচনা করে করা জরুরি বলে অভিমত ব্যাক্ত করেন।



