বৃহস্পতিবার সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন বাজার কমিটিগুলিকে নিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিক এর উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক অসীম সাহা। এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন রাজ্যে প্রতিনিয়ত করোনা সংক্রমনের হার বৃদ্ধি পাচ্ছে এবং সবচেয়ে বেশি সংক্রমিত হচ্ছে পশ্চিম ত্রিপুরা জেলায়, সেদিকে লক্ষ্য রেখে সবাই যেন কোভিড প্রোটকল মেনে চলেন তার আহবান রাখেন। তাছাড়া মাস্ক পরা ঘন ঘন হাত ধোয়া প্রতিনিয়ত স্যানিটাইজ করা এই তিনটি প্রটোকল যেন জনসাধারণ মেনে চলেন তার আবেদন জানান এবং ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা শহরে গড়ে ওঠা শপিংমল গুলোতে যেন শপিং মল কর্তৃপক্ষ “নো মাস্ক নো এন্ট্রি” বিধি যেন চালু করেন তার আহ্বান রাখেন,। পাশাপাশি এদিন তিনি বাজার কমিটির বিভিন্ন ব্যবসায়ীদের নিয়ে বলতে গিয়ে জানান করোনা ভাইরাস সেপারেট হওয়ার ক্ষেত্রে বাজার একটি গুরুত্বপূর্ণ জায়গা, তাই কোন ক্রেতাকে মাস্ক ছাড়া যেন পণ্য সামগ্রী না দেওয়া হয় সেদিকে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান রাখেন। তার পাশাপাশি রাজ্যে যেন করোনাভাইরাস সরাতে না পারে তার জন্য সকলকে করোণা বিধি মেনে চলার বারংবার আবেদন রেখেছেন।



