Thursday, December 4, 2025
বাড়িখবররাজ্যরাজ্যে লজ্জাজনক পরিস্থিতিতে আমরা বসবাস করছি- সুবল ভৌমিক

রাজ্যে লজ্জাজনক পরিস্থিতিতে আমরা বসবাস করছি- সুবল ভৌমিক

মঙ্গলবার বিশ্রামগঞ্জ বাজারে কংগ্রেসের সাংগঠনিক সভা ছিল। অভিযোগ সেই সভায় আক্রমণ করে দুর্বৃত্তরা। তাছাড়া ভাঙচুর করা হয় কংগ্রেসের সর্ব ভারতীয় নেত্রী জারিতা ও প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহার গাড়ি। এই ঘটনার নিন্দা জানিয়েছে বিরোধী সিপিআইএমও। মঙ্গলবার কংগ্রেসের সভায় আক্রমণের ঘটনা নিয়ে বুধবার সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি সুবল ভৌমিক তীব্র নিন্দা ও ধিক্কার জানান। এদিন সুবল বাবু বলেন, বর্তমান মুখ্যমন্ত্রীর কথা ও কাজে কোন মিল পাওয়া যাচ্ছে না। তিনি দাবি জানান, অবিলম্বে যাতে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হয়। সুবল বাবু বলেন, ভারত বর্ষের মধ্যে ত্রিপুরায় একটা লজ্জাজনক পরিস্থিতিতে আমরা বসবাস করছি। পাশাপাশি পুলিসের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন তৃণমূল কংগ্রেস সভাপতি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − 16 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য