ইন্দ্রনগর ইংরেজি মাধ্যম উচ্চ বিদ্যালয়ের মিড ডে মিলের রান্না ঘড় পুড়িয়ে দিলো দুষ্কৃতীরা বুধবার সকালে বিদ্যালয়ের ছাএ ছাএী রা প্রথমে দেখতে পেয়ে শিক্ষক শিক্ষিকাদের কে জানান এই ঘটনা। রাজ্যের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো যখন রাজ্যের সরকার আরো উন্নতর করে চলছে সেখানে কতপিয় দুষ্কৃতী দের কারনে শিক্ষাঙ্গনে কে ব্যবস্থাকে অচল করতে চলেছেন। ইন্দ্রনগর ইংরেজি মাধ্যম উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দের কে পড়াশোনা শেষে রান্না করে মিড ডে মিল খাওয়ানে হয় আর সেই রান্না ঘড়ে আগুন লাগিয়ে নজির গড়লেন দুষ্কৃতীরা।বুধবার সকালে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ঘটনা সম্পক্রে বলেন কে বা কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তা জানা নেই কিন্তুু গত তিন দিন যাবত ধরে মিড ডে মিলের অর্গানাইজার এর কোনদেখা নেই বিদ্যলয়ের শিক্ষক শিক্ষিকারা মিড ডে মিল চালিয়ে যাচ্ছেন, আগুন লাগার করনে রান্না করার মতো কোন ব্যবস্থা নেই বিদ্যালয়ে এখন দেখার বিষয় ছাএ ছাএী দের মিড ডে মিল কি ভাবে দেওয়া হবে পাশাপাশি এই অগ্নিসংযোগ ঘটনার পেছনে কি রহস্য লুকিয়ে আছে তা কি তদন্তক্রমে পুলিশ বের করতে পারবে তার দিকে তাকিয়ে আছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা।



