স্যান্দন পত্রিকার সাংবাদিক তাপস কুমার দাসের উপর রাতের আঁধারে দুষ্কৃতীরা যে আক্রমণ সংঘটিত করেছে এখনো কাউকেগ্রেপতার করতে পারেনি এন সি সি থানার পুলিশ। তারই প্রতিবাদে বধবার আগরতলার এন সি সি থানার সামনে মৌন প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন সাংবাদিকরা। গত ৪ জুলাই স্যান্দন পত্রিকার সাংবাদিক তাপস কুমার দাস পএিকা অফিসের কাজ সেরে বাড়ি ফেরার পথে আগরতলার সারকিট হাউস সংলগ্ন এলাকায় উনার উপর প্রাণঘাতী আক্রমণ করে তাতে তিনি গুরুতর ভাবে আহত হন, তার পরেই এন সি সি থানায় মামলা করা হয় কিন্তুু এন সি সি থানার পুলিশ সি সি টিভির ফুটেজ পাওয়ার পর ও হামলার সাথে জড়িত দের গ্রেপতার করছে না পুলিশ। রাজ্যে ক্রমাগত সাংবাদিক চিএ সাংবাদিক দের উপর অক্রমন বেড়েই চলছে তার পরেও রাজ্য সরকারের পুলিশ প্রশাসন কোন নজরই দিচ্ছেন না এই ভাবে সাংবাদিক ও চিএ সাংবাদিক দের উপর আক্রমন সংগঠিত জীবনের নিরাপত্তা নিয়ে সংশয় হয়ে দাঁড়িয়েছে তাই অতিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান এই দিন সংবাদমাধ্যম এর কর্মীরা এন সি সি এস ডি পিও পারমিতা পান্ডের সাথে সাক্ষাৎ করেন এবং ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন আসামিদের গ্রেফতার করার জন্য তা না হলে আগামী দিনে মহাকরণের সামনে ধরনায় বসবেন বলে জানান।



