অল ত্রিপুরা বি এড ও ডি. ই এল. ই ডি উত্তীর্ণরা টেট পরীক্ষা নেওয়ার দাবিতে জে আর বি টি বোর্ডে ডেপোটেশন প্রদান করে মঙ্গলবার।রাজ্যে বেকারের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলছে, কিন্তু নিয়োগ নেই কোন দপ্তরে তার জন্য রাজ্যের বেকাররা অন্দোলন করে চলেছেন। পাশাপাশি বি এড ও ডি ই এল ইডি উত্তীনরা জে আর বি টি পরীক্ষা দেওয়ার জন্য দপ্তরের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন প্রদান করার পরও জি আর বি টি দপ্তরের চেয়ারম্যান তাদেরকে কোন আশ্বাস দিতে পারেননি। মঙ্গলবার ডেপুটেশন দিতে আসা বি এড ও ডি ই এল ইডি উত্তীর্ণরা বলেন তারা দপ্তরের চেয়ারম্যান নিকট পরীক্ষা দেওয়ার জন্য ডেপোটেশনে মিলিত হবার পর চেয়ারম্যান তাদেরকে বলে দিয়েছেন। সে বিষয়ে দপ্তর জানে পরীক্ষা কবে নেওয়া হবে, জে আর বিটি তারা শুধু বসে আছে পরীক্ষা নেওয়ার জন্য, এখন দেখার বিষয় কবে নাগাদ পরীক্ষায় বসতে পারবে বিএড ও ডি ই এল ইডি উত্তীনরা।



