বাবা শিক্ষক, মা জি বিপি হাসপাতালে নার্স। এরপরও একমাত্র ছেলে রাতে বেরিয়ে পড়ল চুরি করতে। এই ঘটনায় অবাক অনেকেই, পুলিশ অভিযুক্ত অল্প বয়সী যুবককে তুলে নিয়ে গেছে। বাড়ি পশ্চিম থানাধীন দশমী ঘাট এলাকায়। সোমবার রাএে উত্তর গেটের কাছ থেকে ওয়াটার এটিএম এর তালা ভেঙে কয়েন চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পরেন দীপ। একব্যক্তি জানান ওয়াটার এটিএম থেকে চুরি করার সময় দেখে ফেলেন প্রত্যক্ষদর্শী, তারাই এই যুবক কে আটকিয়ে পশ্চিম থানায় খবর দেন, পুলিশ এসে ধৃত যুবক কে থানায় নিয়ে জান। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।



