রাজ্যের বিদ্যালয়গুলিতে চলছে শিক্ষক সংকট, শিক্ষক স্বল্পতা দুরীকরণে প্রায়শই রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলন সংঘটিত করছে পড়ুয়ারা। তাই ২০২১ সালের টেট উত্তীর্ণ বেকাররা দাবি জানিয়ে আসছেন তাদেরকে এক সঙ্গে নিয়োগের। এই দাবিতে বেশ কয়েক মাস ধরে আন্দোলন করছেন রাস্তায় নেমে। কয়েক বার শিক্ষামন্ত্রীর বাস ভবনের সামনে বিক্ষোভও দেখান। অভিযোগ কোন সুরাহা হয়নি আশ্বাস ছাড়া। সর্বশেষ শিক্ষামন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন ধাপে ধাপে নিয়োগ করার। সোমবার এক প্রতিনিধি দল মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তুলে ধরেন ৩ দফা দাবি। ডেপুটেশন শেষে প্রতিনিধি দল বেরিয়ে এসে জানান, মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন চেষ্টা করবেন যাতে সমস্যা সমাধান করা যায়।



