শিলচরের বন্যার্ত মানুষের পাশে ত্রিপুরার ২১ টি সংগঠনের যৌথভাবে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা। প্রবল বর্ষণে জলমগ্ন শিলচর। অসহায় মানুষ ।এই অবস্থায় বন্যার্ত শিলচর বাসীদের পাশে দাঁড়াচ্ছে ত্রিপুরার বিভিন্ন সংস্থা সংগঠন । সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার এসোসিয়েশনের পর এবার ২১ টি সংগঠন। যৌথভাবে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েছে ।সেই মতো তারা সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে সামগ্রী কিংবা অর্থ সংগ্রহ করেছে। শুক্রবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে একথা জানান সংস্থার কর্মকর্তারা। পাশাপাশি তারা রাজ্যবাসীর কাছে আহ্বান জানিয়েছেন দুর্গতদের সাহায্যে যেন যেন এগিয়ে আসে



