বৃহস্পতিবার দুর্গাবাড়ি চা বাগানের বিরসা মুন্ডা কমিউনিটি হলে সাঁওতাল হুল দিবস পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামুটিয়া বিধানসভার বিধায়ক কৃষ্ণধন দাস, দুর্গাবাড়ি চা বাগানের মুখ্য সচেতক গোপাল চক্রবর্তী সহ বাগানের সকল কর্মকর্তা ও কচিকাঁচারা। এদিন প্রথমে অনুষ্ঠানের অতিথিদের আদিবাসিদের চিরাচরিত রীতি অনুযায়ী জলের ঘট আদান-প্রদান এবং গামছা দিয়ে বরণ করে নেয়া হয় । এরপর প্রদিপ প্রজ্জ্বলন ও সিধু কানুর প্রতিক্রিতিতে পুস্পারঘ অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক কৃষ্ণধন দাস সহ অন্যান্যরা।এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে বিধায়ক কৃষ্ণ ধন দাস বলেন এই ধরনের অনুষ্ঠান প্রথম হতে চলছে দুর্গাবাড়ি চা বাগানে তারা ১৮৫৫-৫৬ খ্রিস্টাব্দ নাগাদ ইংরেজ সরকার, জমিদার ও মহাজনদের বিরুদ্ধে বিদ্রোহ করে যা ‘হুল বিদ্রোহ’ বা ‘সাঁওতাল বিদ্রোহ’ নামে পরিচিত সেই সময়ে ১০ হাজার সাঁওতাল প্রতিবাদের ঝড় তুলেছিলেন বলে জানান তিনি।



