মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী আবাস যোজনা , প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা , জলজীবন মিশন সহ কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয় । এই মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস । মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন , রাজ্য সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা – গ্রামীণ প্রকল্পে যাদের পাকা আবাস নেই তাদের জন্য পাকা আবাস নির্মাণ করে দিচ্ছে । জল জীবন মিশনে বাড়ি বাড়ি বিনামূল্যে পানীয়জলের সংযোগ দেওয়া হচ্ছে । কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য রূপায়িত হচ্ছে পিএম কিষাণ যোজনা । এই সমস্ত প্রকল্পের সুবিধা রাজ্যের প্রান্তিক এলাকার জনগণও পাচ্ছেন । তিনি বলেন , বিদ্যাজ্যোতি প্রকল্প আগামীদিনে রাজ্যের শিক্ষা ক্ষেত্রে এক নতুন দিশা দেখাবে । মতবিনিময় অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা নভোজিৎ চাকমা বলেন , সারা রাজ্যে ২ লক্ষ ৪৫ হাজার ২৫৩ জন কৃষক পিএমকিষাণ প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছেন । যার মধ্যে ২ লক্ষ ৩৮ হাজার ৭২৮ জন কৃষক বছরে ৬ হাজার টাকা করে আর্থিক সুবিধা পাচ্ছেন । এতে কৃষকদের মাধ্যমে রাজ্যে ৪০৭ কোটি ৪০ লক্ষ টাকা এসেছে । অম্পি ব্লকে ৫ হাজার ২৩৩ জন কৃষক এই প্রকল্পের আওতায় এসেছেন । তিনি আরও বলেন , ২০১৫ সালে রাজ্যের কৃষকদের গড় আয় যেখানে ছিল ৫ হাজার ৬৮০ টাকা সেখানে আজ প্রায় দ্বিগুণ হয়ে তা ১১ হাজার ৯৩ টাকায় দাঁড়িয়েছে । প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় অম্পি ব্লকে ৩ হাজার ২০৫ জন কৃষক এখন পর্যন্ত সহায়তা পেয়েছেন । এছাড়া অম্পি ব্লকে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে ৮ কোটি ৫১ লক্ষ টাকা কৃষি ঋণ পেয়েছেন ১০৪ জন কৃষক । ৪৮ জন কৃষক ন্যূনতম সহায়কমূল্যে ধান বিক্রি করতে পেরেছেন । অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন গোমতী জেলার জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার । তিনি বলেন , এখন থেকে এমজিএন রেগা প্রকল্পের সমস্ত কাজ সুবিধাভোগী কেন্দ্রিক হবে । এছাড়াও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমরপুরের ভারপ্রাপ্ত মহকুমা শাসক পার্থ দাস , অম্পি ব্লকের বিডিও রুদ্রদীপ নাথ প্রমুখ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪১ অম্পি বিধানসভা নির্বাচনী কেন্দ্রের বিধায়ক সিন্ধু চন্দ্র জমাতিয়া ।