মাতাবাড়ি ব্লকের চন্দ্রপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পিএম – কিষাণ , প্রধানমন্ত্রী আবাস যোজনা – গ্রামীণ প্রকল্প সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে সুবিধাভোগীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কারামন্ত্রী রামপ্রসাদ পাল , বিধায়ক বিপ্লব কুমার ঘোষ , ত্রিপুরা শিল্প নিগমের চেয়ারম্যান টিংকু রায় , এমডিসি সম্রাট জমাতিয়া , গোমতী জেলার জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার , মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন প্রমুখ । মতবিনিময় অনুষ্ঠানে কারামন্ত্রী রামপ্রসাদ পাল বলেন , কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ রাজ্যের জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে । রাজ্যের জনগণের সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে । সরকারের লক্ষ্য উন্নত ও আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলা । মতবিনিময় অনুষ্ঠানে কারামন্ত্রী রামপ্রসাদ পাল প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় একটি আধুনিক সুবিধা যুক্ত মৎস্য ভ্যান সুবিধাভোগী পিংকি সরকারের হাতে তুলে দেন । মতবিনিময় অনুষ্ঠানে বিধায়ক বিপ্লব কুমার ঘোষ বলেন , রাজ্য সরকার কৃষকদের সামগ্রিক উন্নয়নে কাজ করছে । আগে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হতো না । কিন্তু বর্তমান সরকার ন্যূনতম সহায়কমূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে প্রতিবছর । পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে প্রতি বছর কৃষকদেরকে তিন কিস্তিতে ৬ হাজার টাকা সহায়তা দেওয়া হচ্ছে । অনুষ্ঠানে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায় বলেন , কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে । তিনি বলেন , চা বাগানের শ্রমিকদেরকে জমির পাট্টা দেওয়ার ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । চা বাগানের শ্রমিকদের আগে কোনও জমি ছিল না , কোনও কার্ড ছিল না , ঘরও ছিল না । বর্তমান সরকার জমির পাট্টার ব্যবস্থা করছে । তিনি বলেন , সাক্রমে স্পেশাল ইকোনমিক জোনের কাজ শেষ হলে রাজ্যের চেহারা পাল্টে যাবে । মতবিনিময় অনুষ্ঠানে জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার জানান , গোমতী জেলায় এখন পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা – গ্রামীণ প্রকল্পে ৬ হাজার ৫৯৪ টি পাকা আবাস নির্মাণের কাজ চলছে । পিএম – কিষাণ প্রকল্পের আওতায় এসেছে জেলার ৪২ হাজার ২৩৭ জন কৃষক । অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন । অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন এমডিসি সম্রাট জমাতিয়া । মতবিনিময় অনুষ্ঠানের পর বিধায়ক বিপ্লব কুমার ঘোষ , ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিংকু রায় সহ অতিথিরা ১ নং ফুলকুমারী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পোষণ অভিযানে অন্নপ্রাশন অনুষ্ঠানে অংশ নেন ।