ললিত কলা একাডেমির নর্থ – ইস্ট রিজিওন্যাল সেন্টারের ১৫ জন স্কলারশিপ প্রাপক চিত্র ও ভাস্কর্য শিল্পী সচিবালয়ে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন । সাক্ষাৎকারকালে শিল্পীগণ তথ্য ও সংস্কৃতিমন্ত্রীকে পুষ্পস্তবক প্রদান করে শুভেচ্ছা জানান । তথ্য ও সংস্কৃতিমন্ত্রী স্কলারশীপ প্রাপক শিল্পীদের আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন । সাক্ষাৎকারকালে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী রাজ্যের কলা ও সংস্কৃতির ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে তাদের প্রতি আহ্বান জানান । ললিত কলা একাডেমি নর্থ – ইস্ট রিজিওন্যাল সেন্টারের সাংস্কৃতিক কর্মকান্ডে রাজ্য সরকার তাদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে শিল্পীদের আশ্বস্ত করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী । রাষ্ট্রীয় ললিত কলা একাডেমির এগজিকিউটিভ বোর্ড মেম্বার সুমন মজুমদার সাক্ষাৎকারকালে জানান , ললিত কলা একাডেমির নর্থ – ইস্ট রিজিওন্যাল সেন্টারের এই ১৫ জন স্কলারশীপ প্রাপক চিত্র ও ভাস্কর্য শিল্পীর মধ্যে রাজ্যের ৬ জন শিল্পী রয়েছেন । বাকিরা হলেন আসাম ও মনিপুর রাজ্যের । তারা প্রত্যেকেই প্রতিমাসে ২০ হাজার টাকা করে একবছর স্কলারশীপ পাবেন । কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রক এই স্কলারশিপ প্রদান করবে।তিনি আরও জানান , সম্প্রতি গুয়াহাটিতে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উপস্থিতিতে ললিত কলা একাডেমি নর্থ – ইস্ট রিজিওন্যাল সেন্টারের স্কলারশিপ প্রাপক শিল্পীদের সম্মাননাও প্রদান করা হয় ।