ত্রিপুরা তথা উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে আরও ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসার জন্য উপমুখ্যমন্ত্রী তথা রাজ্যের অর্থমন্ত্রী যীষ্ণু দেববর্মা ব্যাস্কার্সদের প্রতি আহ্বান জানিয়েছেন । তিনি আজ প্রজ্ঞাভবনে ফিনান্সিয়াল লিটারেসি ও জনসচেতনতার উপর এক সেমিনারের উদ্বোধন করে বলেন , নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হয়ে আসার পর উত্তর পূর্বাঞ্চল সম্পর্কে সবার ধারণাই পাল্টে গেছে । আগে মানুষ উত্তর পূর্বাঞ্চল মানেই সন্ত্রাসবাদীদের তৎপরতা সম্পর্কে খবর নিতেন । এখন উত্তর পূর্বাঞ্চল মানে এখানে কত সেতু , কত কারখানা , কত বাড়ি নির্মাণ হচ্ছে তা নিয়ে আলোচনা হচ্ছে । পর্যটনের বিকাশে আরও বেশি করে লগ্নি করার ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ব্যাঙ্কাসদের প্রতি আহ্বান জানিয়ে উপমুখ্যমন্ত্রী বলেন , উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে ত্রিপুরায় পর্যটনের এক বিরাট সম্ভাবনা রয়েছে । রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর নির্মাণের ক্ষেত্রে ব্যাঙ্কগুলিকে আরও ইতিবাচক ভূমিকা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়ে উপমুখ্যমন্ত্রী বলেন , একটা সময় ছিল যখন উচ্চ বিত্ত , উচ্চ মধ্যবিত্তরা শুধু ব্যাঙ্কে যেতেন । এখন সমাজের সব অংশের মানুষ ব্যাঙ্কে যাচ্ছেন । এটাই হচ্ছে পরিবর্তন । ব্যাঙ্ক হচ্ছে উন্নয়নের মানদন্ড । পাশাপাশি মানুষের সামাজিক নিরাপত্তার বিষয়েও ব্যাঙ্ক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে । এ বিষয়ে সমাজের সব অংশের মানুষকে সচেতন করে তুলতে হবে । উপমুখ্যমন্ত্রী বলেন , ফিনান্সিয়াল লিটারেসির বিষয়ে সচেতনতা তৈরি করা ভীষণ জরুরি । প্রত্যেক পঞ্চায়েতে এ বিষয়টি সম্পর্কে সচেতনতামূলক প্রচারাভিযান চালাতে হবে । তিনি বলেন , সামাজিক সুরক্ষার বিষয়ে প্রধানমন্ত্রীর ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলির এক বিরাট ভূমিকা রয়েছে । কর্মজীবনের পাশাপাশি অবসরকালীন জীবনের উপরও ভালো করে মনোনিবেশ করার উপর গুরুত্ব আরোপ করে উপমুখ্যমন্ত্রী বলেন , এই ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকারের অনেক প্রকল্প রয়েছে । এ সম্পর্কে সাধারণ মানুষকে ভালোভাবে অবহিত হতে হবে । উপমুখ্যমন্ত্রী বলেন , জনকল্যাণে ব্যাঙ্কগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । একেবারে গরিব অংশের মানুষকে ব্যাঙ্কে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জনধন যোজনা যে ভূমিকা নিয়েছে তা আজ সর্বজনবিদিত । সমগ্র দেশে ৬০ শতাংশ জনধন যোজনার অ্যাকাউন্ট হচ্ছে মহিলাদের । মহিলাদের ক্ষমতায়নের উপর যে বিশেষ জোর দেওয়া হচ্ছে তা এর থেকেই স্পষ্ট । তিনি বলেন , ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে স্বসহায়ক দলগুলির এক বিরাট ভূমিকা রয়েছে । বর্তমান সরকারের সময় স্বসহায়ক দলের সংখ্যা চার হাজার থেকে বৃদ্ধি পেয়ে পঁয়ত্রিশ হাজারে গিয়ে দাঁড়িয়েছে । মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য যে প্রচেষ্টা চলেছে তা এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট । ২ – এর পাতায় সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানের বিশেষ অতিথি অর্থ দপ্তরের অতিরিক্ত সচিব আকিঞ্চন সরকার বলেন , ফিনান্সিয়াল লিটারেসি শব্দটি আমাদের কাছে নতুন হলেও উন্নত দেশগুলিতে এ বিষয়টি সম্পর্কে বিদ্যালয়স্তর থেকেই পড়ানো হয় । ভারতেও বিদ্যালয়স্তর থেকে বিষয়টি সম্পর্কে ছাত্রছাত্রীদের অবহিত করা হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন , অর্থনীতি সম্পর্কে সবারই একটা সম্যক ধারণা থাকা উচিত । অর্থনীতি সম্পর্কে ভালো ধ্যান ধারণা না থাকলে ব্যাঙ্কের বিভিন্ন সুযোগ সুবিধা নিতে সমস্যা হবে । অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ডিজিএম বলেন , ব্যাঙ্কিং সেক্টরে জনধন অ্যাকাউন্ট একটি মাইলফলক হিসেবে চিহ্নিত রয়েছে । গ্রামীণ এলাকার একটা বিরাট অংশের জনসংখ্যাকে এই কর্মসূচির মাধ্যমে ব্যাঙ্কিং সেক্টরে অন্তর্ভুক্ত করা হয়েছে । এসবিআই – র রিজিওন্যাল ম্যানেজার ( সাউথ ) দীপক চন্দ্র দাস বলেন , গ্রামীণ অংশের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য কাজ করা হচ্ছে । সঠিক বাজেটের মধ্য দিয়ে চলা ফিনান্সিয়াল লিটারেসির অন্তর্ভুক্ত । ইউকো ব্যাঙ্কের জোন্যাল ম্যানেজার রাজু দাস বলেন , মানুষকে জানতে হবে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কি কি প্রকল্প রয়েছে , কি সুবিধা পাওয়া যায় । একইভাবে তারা কিভাবে এগুলির সুবিধা নেবেন সে সম্পর্কে তাদের অবহিত করতে হবে । ত্রিপুরা স্টেট কো – অপারেটিভ ব্যাঙ্কের এমডি ভজন রায় বলেন , ফিনান্সিয়াল লিটারেসির উপর ত্রিপুরা স্টেট কো – অপারেটিভ ব্যাঙ্ক বিশেষ গুরুত্ব দিয়েছে । এ সম্পর্কে সেমিনার , আলোচনাচক্র করা হচ্ছে । এইচডিএফসি পেনশন এবং রিটায়ারমেন্টের ন্যাশনাল হেড রণবীর সিং ধারিওয়াল বলেন , অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে ফিনান্সিয়াল লিটারেসির একটি বিরাট ভূমিকা রয়েছে । অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ইনস্টিটিউশন্যাল ফিনান্সের অধিকর্তা রাখী বিশ্বাস । ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ইনস্টিটিউশন্যাল ফিনান্সের উপঅধিকর্তা এমিলি রিয়াং ।