বর্তমান সরকার সবসময়ই মানুষের কল্যাণে কাজ করছে । সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে গুণগত শিক্ষার প্রসারে । জনজাতি অধ্যুষিত এলাকায় একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে । মিশন বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আনা হয়েছে রাজ্যের ১২৫ টি বিদ্যালয়কে । কাঞ্চনপুরে লালজুরি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নবনির্মিত ভবন ও কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের নবনির্মিত ছাত্রীনিবাসের দ্বারোদঘাটন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব । অনুষ্ঠানে তিনি আরও বলেন , ২০১৮ সালে বর্তমান সরকার প্রতিষ্ঠার পর রেশনশপের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে । আগে যেখানে চাল , লবন , কেরোসিন দেওয়া হত , চিনির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ভর্তুকি তুলে দেওয়ার পর চিনি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছিল । কিন্তু বর্তমান সরকার সেই চিনি সরবরাহ পুনরায় চালু করেছে । পাশাপাশি ডাল , আটা , ময়দা , সুজি , সয়াবিন , চাপাতা সরবরাহ চালু করেছে । অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন , প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে মাত্র চার বছরে ২ লক্ষাধিক নতুন ঘর নির্মাণের জন্য অনুমোদন নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে । প্রধানমন্ত্রী একসাথে গত সেপ্টেম্বর মাসে ১ লক্ষ ৫৯ হাজার ঘর নির্মাণের প্রথম কিস্তির টাকা অনুমোদন দিয়েছেন । করোনাকালে প্রধানমন্ত্রী বিনামূল্যে টিকাকরণের মাধ্যমে মানুষের প্রাণ বাঁচিয়েছেন । প্রধানমন্ত্রী মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্নভাবে সুবিধা প্রদান করছেন । উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে রান্নার সংযোগ , গরীবদের জন্য বিনামূল্যে চাল , প্রধানমন্ত্রী আবাসযোজনায় ঘর , শৌচালয় , বিদ্যুৎ , রাস্তাঘাট , পানীয়জল ইত্যাদি সর্বক্ষেত্রে সুবিধা প্রদান করছেন । জাতীয় সড়কের উন্নয়ন , এমবিবি বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু করা , পরিকাঠামো উন্নয়ন , ইত্যাদি সর্বক্ষেত্রে কাজ হয়েছে ত্রিপুরায় । এছাড়া মাথাপিছু আয় বর্তমানে আগের চেয়ে বেড়েছে । বেড়েছে কৃষকদের আয় । প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনায় কৃষকরা বছরে ছয় হাজার টাকা পাচ্ছেন । কৃষকদের থেকে এফ সি আই এর মাধ্যমে ন্যূনতম সহায়কমূল্যে ধান ক্রয় করা হচ্ছে । ত্রিপুরার ক্যুইন প্রজাতির আনারস আজ বিদেশ রপ্তানী হচ্ছে । ত্রিপুরার কাঠালের কথা দেশের প্রধানমন্ত্রী তার মন কি বাত অনুষ্ঠানে উল্লেখ করেছেন । ত্রিপুরার সুগন্ধী লেবু বহির্দেশে রপ্তানির পর কৃষকরা তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাচ্ছেন । রাজ্য সরকার সামাজিক ভাতা বাড়িয়ে প্রথমে ১০০০ টাকা করেছে । আগামী দুর্গাপূজার আগে তা বাড়িয়ে ২ হাজার টাকা করার জন্য চলতি বছরের বাজেটে অর্থের সংস্থান রাখা হয়েছে । মুখ্যমন্ত্রী বলেন , রাজ্যে স্বচ্ছ নিয়োগনীতি চালু করা হয়েছে । টি এস আরের চাকুরীর বয়সসীমা বাড়িয়ে ৬০ বছর করা হয়েছে । মুখ্যমন্ত্রী আরও বলেন , কাঞ্চনপুরে ৫ টি বিদ্যালয়কে সিবিএসই তে রূপান্তরিত করা হয়েছে । চালু করা হয়েছে এনসিআরটি সিলেবাস । মহিলাদের স্বশক্তিকরণে সরকারি চাকুরিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন । অনুষ্ঠানে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন , রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার ফলে রাজ্যের রাস্তাঘাট , পানীয়জল , বিদ্যুৎ ইত্যাদি সর্বক্ষেত্রে উন্নতি সম্ভব হয়েছে । এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন এমডিসি স্বপ্না রাণী দাস , জেলাশাসক ও সমাহর্তা নাগেশ কুমার বি , এসপি ড . কিরণ কুমার কে , উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা নৃপেন্দ্র চন্দ্ৰ শৰ্মা প্রমুখ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাজজুরি বিএসি’র চেয়ারম্যান অজন্ত কুমার চৌধুরী । লালজুড়ি দ্বাদশমান বিদ্যালয়ের নতুন ভবনটি নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি ৯০ লক্ষ টাকা । এছাড়া কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের ১০০ আসনবিশিষ্ট ছাত্রীনিবাসের নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৮৫ লক্ষ টাকা ।