আগামী ১২ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন ট্রেড ইউনিয়ন সংগঠনগুলি দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে। এই ধর্মঘটকে সফল করার লক্ষ্যে রবিবার সি আই টি ইউ রাজ্য দপ্তরে জিরানিয়া মহকুমা কমিটির উদ্যোগে এক গণ কনভেনশনের আয়োজন করা হয় ।উপস্থিত ছিলেন বাম নেতৃত্ব রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা ।এই কনভেনশন প্রসঙ্গে রাধাচরণ দেববর্মা জানান ,কেন্দ্রীয় সরকারের জনবর্জিত নীতির ফলে দেশের সকল অংশের শ্রমজীবী মানুষ আজ আক্রান্ত ।কেন্দ্রীয় সরকার শ্রমজীবী মানুষের ২৯ টি আইনকে সংস্কার করে চারটি শ্রম কোড গঠন করেছে ।এর মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের অধিকার হরণ করা হয়েছে। শ্রমজীবী মানুষের উপর সর্বশেষ আঘাত হানা হয়েছে রেগা বাতিল করে জি রাম জি আইন প্রবর্তনের মাধ্যমে। এই অবস্থায় শ্রমজীবী মানুষ তাদের অধিকার রক্ষায় বাধ্য হয়ে শেষ অস্ত্র ধর্মঘটের ডাক দিয়েছে ।এই ধর্মঘটকে সফল করার লক্ষ্যেই এই কনভেনশনের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।



