Friday, January 9, 2026
বাড়িখবররাজ্যস্বদেশী মেলার যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত

স্বদেশী মেলার যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত

আগরতলা পুর নিগমের উদ্যোগে আগামীকাল থেকে স্বামী বিবেকানন্দ ময়দানে শুরু হচ্ছে স্বদেশী মেলা। ৩ দিনব্যাপী এই মেলা চলবে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত। আগামীকাল বিকাল ৪ টায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা স্বদেশী মেলার উদ্বোধন করবেন। আজ স্বামী বিবেকানন্দ ময়দানে মেলার অফিসে এক সাংবাদিক সম্মেলনে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এই সংবাদ জানান। তিনি জানান, এই মেলার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভোকাল ফর লোকাল’ এবং ‘আত্মনির্ভর ভারত’ এর ভাবনাকে বাস্তবায়িত করার লক্ষে সাধারণ মানুষকে দেশীয় পণ্য ব্যবহারের প্রতি উৎসাহিত করা হবে। এই স্বদেশী মেলার অন্যতম উদ্দেশ্য হল দেশীয় পণ্য, বিশেষ করে রাজ্যের স্থানীয় ক্ষুদ্র ও কুটির শিল্প, হস্ত শিল্প, স্ব-সহায়ক দল, মহিলা উদ্যোক্তা এবং স্থানীয় উৎপাদকের উৎপাদিত পণ্য সামগ্রীর প্রচার ও প্রসার ঘটানো। এছাড়াও স্থানীয় শিল্পী ও উদ্যোগীদের আর্থিক ক্ষমতায়ন, দেশীয় পণ্যের প্রতি জনসচেতনতা বৃদ্ধি, ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির সংরক্ষণ এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী ও গতিশীল করাও স্বদেশী মেলার আয়োজনের উদ্দেশ্য। মেয়র বলেন, ৩ দিনব্যাপী স্বদেশী মেলায় স্থানীয় উৎপাদক ও উদ্যোগীদের আয় বৃদ্ধির সুযোগ যেমন হবে তেমনি পাশাপাশি নতুন কর্মসংস্থানের পথও উন্মুক্ত হবে। এই ধরনের উদ্যোগ আগরতলার শহরে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে। তিনি জানান, ১০ ও ১১ জানুয়ারি মেলা দুপুর ১ টা থেকে রাত্রি ৯ টা পর্যন্ত চলবে। মেলা উপলক্ষে প্রতিদিন আলোচনাচক্র, আবৃত্তি এবং রাজ্যের বিশিষ্ট শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। মেলায় স্বসহায়ক দলের এবং স্থানীয় পণ্য উৎপাদনকারীদের স্টল সহ বিভিন্ন দপ্তরের প্রদর্শনী স্টলও থাকবে। এছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, মেয়র-ইন-কাউন্সিল বাপী দাস, আগরতলা পুর নিগমের কমিশনার দিলীপ কুমার চাকমা, অতিরিক্ত কমিশনার মিহির গোপ প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven + 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য