Thursday, January 8, 2026
বাড়িখবররাজ্যবাংলাদেশে সংখ্যালঘু উৎপিরনের নিন্দায় রাজধানীতে সিপিএমের বিক্ষোভ মিছিল

বাংলাদেশে সংখ্যালঘু উৎপিরনের নিন্দায় রাজধানীতে সিপিএমের বিক্ষোভ মিছিল

বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর মৌলবাদী শক্তির আক্রমণ এবং অত্যাচারের ঘটনার নিন্দা জানিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল সংঘটিত করল সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ধর্মীয় মৌলবাদী শক্তির আস্ফালন বৃদ্ধি পেয়েছে। মাঝে কিছুটা সময় এই অত্যাচারের ঘটনা বন্ধ থাকলেও সম্প্রতি হাদি নামে এক রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুর ঘটনার পর নতুন করে আক্রমণ শুরু হয়েছে। বাংলাদেশে হিন্দুদের উপর এই আক্রমণের ঘটনায় উদ্বিগ্ন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক মহল ।বুধবার এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল সংঘটিত করে সিপিআইএমের পশ্চিম জেলা কমিটি ।এই মিছিলের নেতৃত্ব দেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে। তিনি বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর নিন্দা জানিয়ে বলেন ,ধর্মীয় বিভাজনের পরিবেশ সৃষ্টি করতেই বাংলাদেশে ধর্মীয় মৌলবাদী শক্তি সক্রিয় হয়ে এই ঘটনাগুলি সংঘটিত করে চলছে ।শেখ হাসিনা সরকারের পতনের পর যারা বাংলাদেশের প্রশাসনের দায়িত্ব নিয়েছেন তাদের মদতেই ধর্মীয় সংখ্যালঘুদের উপর এই আক্রমণ চলছে বলে অভিযোগ করে তিনি বলেন ,এতে করে অনেক সংখ্যালঘু অংশের মানুষের বাড়ি-ঘর আক্রান্ত হচ্ছে। তাদের জীবন জীবিকা আক্রান্ত হচ্ছে ।অনেককেই খুন করা হয়েছে। এই ধরনের হামলার ঘটনা বন্ধ হওয়া উচিত ।এই ঘটনার প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ মিছিল বলে জানান সিপিআইএম নেতৃত্ব মানিক দে।

এদিন সিপিআইএমের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি রাজধানীর মেলার মাঠ এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 + 20 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য