জানা গিয়েছে প্রতাপগড় ব্রিজ সংলগ্ন ৩১ নম্বর বিধানসভা এলাকায় কালীপূজো করা হয়েছিল এবং গত শুক্রবার তার দশমী ছিল আর এই দশমীকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা এবং এর রেশ ছড়িয়ে পড়ে স্থানীয় শাসক দলের অর্থাৎ বিজেপি কার্যালয়ে । এদিন ভাংচুর ও হামলার পাশাপাশি প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলে। অফিসের সামনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাইকও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশে মামলা করা হলে , পুলিশ অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহন করে এবং অবশেষে এই ঘটনার সাথে জড়িত অভিযুক্ত দেবাশীষ সাহা, ওরফে কানাইকে পূর্ব আগরতলা থানার পুলিশ গ্রেপ্তার করেছে।



