Wednesday, January 7, 2026
বাড়িখবররাজ্যবিধানসভার লবিতে বিশ্ববন্ধুর স্মৃতিচারণ

বিধানসভার লবিতে বিশ্ববন্ধুর স্মৃতিচারণ

রাজ্য বিধানসভার লবিতে বুধবার এক গুরু গম্ভীর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন কে স্মরণ করা হলো ।এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ ,বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে হাউস অফ দ্য লিডার তথা মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি বিভিন্ন মহলে গুঞ্জন সৃষ্টি করেছে।

সম্প্রতি বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ।কার্ডিও ভাস্কুলার এক্সিডেন্টে অসুস্থ হয়ে বেঙ্গালুরুতে চিকি্ৎসাধীন ছিলেন তিনি। প্রয়াত অধ্যক্ষের স্মৃতিচারণে বুধবার রাজ্য বিধানসভার লবিতে এক স্মরণ সভার আয়োজন করা হয় ।এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথ, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় ,বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, বিভিন্ন দলের বিধায়ক বিধায়িকা সহ বিধানসভার সরকারি কর্মচারীরা। অনুষ্ঠানে প্রয়াত বিশ্ববন্ধু সেনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপস্থিত নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল ।তিনি প্রয়াত অধ্যক্ষের সাথে তার বিভিন্ন ঘটনা তুলে ধরেন ।তিনি বলেন ,উপাধ্যক্ষের দায়িত্ব পালনে তিনি সব সময় অধ্যক্ষের কাছ থেকে সহযোগিতা পেয়েছেন।

এদিকে এই অনুষ্ঠানে দেখা যায়নি বিধানসভার হাউস অফ দা লিডার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাকে ।এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে হাউস অফ দ্য লিডারের অনুপস্থিতি ঘিরে বিভিন্ন মহলে গুঞ্জন এর সৃষ্টি হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten − eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য