অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলাম। যদিও তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করল পুলিশ। পুলিশের আরও দাবি সোমবার রাজধানীর জয়পুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
সামাজিক মাধ্যমে প্রচার ছিল নতুন বছরের প্রথম মাসের ৩ থেকে ৫ তারিখের মধ্যে আত্মসমর্পণ করবেন যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলাম ।আদালতের নির্দেশ মেনেই আত্মসমর্পন করতে যাচ্ছেন তিনি। অবশেষে মামলা গ্রহণের 6 মাস বাদে পুলিশ তাকে খুঁজে পেল। এটি আত্মসমর্পণ না গ্রেপ্তার তা নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্ক সৃষ্টি হয়েছে। উল্লেখ্য গত বছর সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে বেশ কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলাম। তার এই ধরনের বক্তব্যকে কেন্দ্র করে বিষবাষ্প ছড়াচ্ছিল। বিভিন্ন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল ।এই ঘটনায় পশ্চিম থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে। এই মামলা হাতে নিয়ে তদন্তে নেমে পুলিশ শাহজাহান ইসলামের বাবা এবং ভাইকে গ্রেফতার করে ।কিন্তু তখন শাহজাহান ইসলামের টিকিট নাগাল খুঁজে পায়নি পুলিশ। পুলিশের সাফাই, তিনি পলাতক ছিলেন ।সোমবার শাহজাহান ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করে পুলিশ ।এদিন পশ্চিম থানায় বসে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় জানান, শাহজাহান ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। পলাতক থাকার সময়েই পশ্চিম জেলার আদালতে জামিনের আবেদন জানায় সে ।কিন্তু এই আবেদনপত্রে তার স্বাক্ষর জাল ছিল বলে জানান তিনি ।তিনি আরো জানান, এই বিষয়টি নিয়েও আরেকটি মামলা দায়ের করা হয়েছে ।রবিবার সন্ধ্যা রাত থেকেই পুলিশ গোপন সংবাদে খবর পেয়েছিল, রাজধানীর জয়পুর এলাকায় দিব্যি ঘোরাঘুরি করছে শাহজাহান ইসলাম ।অবশেষে সোমবার সকালে তাকে একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি রায়।
এদিন সদর মহকুমা পুলিশ আধিকারিক আরো জানান, ধৃত অভিযুক্ত শাহজাহান ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ।তাকে জোর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতের সোপর্দ করা হবে। তবে বিষয়টি গ্রেপ্তার না আত্মসমর্পণ তা নিয়ে যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের কোন বক্তব্য পাওয়া যায়নি ।সে যাই হোক এই ঘটনাকে কেন্দ্র করে এদিন পশ্চিম থানায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।



