ঘটনা জানা গেছে ভি মাটের অভিযোগ এই তিন যুবক নাকি চুরি করতে এসেছে এবং আগেও দু-তিনবার চুরি করেছে এই অভিযোগের কারণে তারা তাদের অভিভাক কে ফোন করেন এবং তাদের কাছে সার্বিক বিষয় তুলে ধরেন।
অন্যদিকে এই তিন যুবকের দাবি তারা কোন চুরি করিনি তারা প্রকৃত বিল দিয়ে জিনিস কিনেছে তাদের উপর মিথ্যা অপবাদ লাগানো হচ্ছে তাদেরকে বেধড়ক মারধর করেছেন এবং তাদের পরিবারের কাছে মোটা অংকের টাকা আদায় করার জন্য তাদের অভিভাবককে ফোন করেছেন বর্তমানে তিন যুবক ও ভি মাঠের ছয় জন স্টাফ কে পশ্চিম আগরতলা থানায় আনা হয়েছে ।



