এঞ্জেল চাকমার হত্যাকান্ডে ত্রিপুরা রাজ্যবাসীর মতো শোকাহত উত্তরাখণ্ডবাসী। শুক্রবার নিহত এঞ্জেল চাকমার পিতার সাথে দেখা করার পর সাংবাদিক সম্মেলনে এই কথা জানান উত্তরাখণ্ডের প্রাক্তন সাংসদ তরুণ বিজয় ।এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
এমবিএ পড়তে গিয়ে দেরাদুনে দুষ্কৃতীদের হাতে এঞ্জেল চাকমার নিহত হওয়ার ঘটনার রেশ এখনও কাটেনি। রাজ্যবাসী তো বটেই, গোটা দেশ এই ঘটনায় শোকাহত। শুক্রবার নিহত এঞ্জেল চাকমার শোকার্ত পরিবারকে সমবেদনা জানাতে উত্তরাখণ্ড থেকে রাজ্যে আসেন সেই রাজ্যের প্রাক্তন সাংসদ তরুণ বিজয়। তিনি এদিন রাজ্যের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেন ।পরে নিহত এঞ্জেল চাকমার বাড়িতে যান তিনি। নিহত ওঞ্জেল চাকমার শোকার্ত পিতা ,ভাই এবং পরিবার পরিজনদের উত্তরাখণ্ডবাসীর হয়ে গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি। পরে আগরতলায় ফিরে এসে বিজেপির রাজ্য দপ্তরে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন উত্তরাখণ্ডের প্রাক্তন সাংসদ তরুণ বিজয়। সাংবাদিক সম্মেলনে তিনি জানান ,এই ঘটনায় গোটা উত্তরাখণ্ড ত্রিপুরার মতোই দুখী ।উত্তরাখণ্ড এবং উত্তর পূর্বাঞ্চল এক।উত্তর পূর্বাঞ্চলের দুঃখে শামিল উত্তরাখন্ড ।তিনি আরো জানান ,নিহত এঞ্জেল চাকমার বিচার আমরা নিশ্চিত করবোই। অভিযুক্তদের ফাঁসি সাজা হোক এমনটাই আমাদের দাবি।
এদিনের এই সাংবাদিক সম্মেলনে উত্তরাখণ্ডের প্রাক্তন সংসদ তরুণ বিজয়ের সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সান্তনা চাকমা ,প্রদেশ বিজেপির সহ-সভাপতি বিমল কান্তি চাকমা ,প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক তথা বিধায়ক শম্ভু লাল চাকমা প্রমুখ ।



