Friday, January 2, 2026
বাড়িখবররাজ্যবইপ্রকাশ অনুষ্ঠান নতুন লেখকদের উৎসাহিত করে: রাজ্যপাল

বইপ্রকাশ অনুষ্ঠান নতুন লেখকদের উৎসাহিত করে: রাজ্যপাল

রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ৫টি নতুন বইয়ের আবরণ উন্মোচন করেন। এর মধ্যে রয়েছে বি ভেঙ্কটপ্রসাদ এবং সীতাংশু রঞ্জন দে’র গভর্নমেন্ট স্কিমস এন্ড প্রজেক্টস ইন ইন্ডিয়া, বি ভেঙ্কটপ্রসাদ এবং প্রশান্ত আদিত্য মোদক’র ‘লার্ন বেঙ্গলি ইন তেলেগু’, বিকাশরাই দেববর্মার ‘ব্লগিং সিপ’, বিকাশরাই দেববর্মা এবং সুপ্রচিতা দেববর্মার ‘দি স্টোরি অব টাইগার কাব’ এবং বিকাশরাই দেববর্মার ‘সং বরক’। ৫টি বইয়ের আবরণ উন্মোচন করে রাজ্যপাল বলেন, বইপ্রকাশ হল কোন ধারণা পাঠকের মধ্যে সঞ্চারিত করা। বইপ্রকাশ অনুষ্ঠান নতুন লেখকদের উৎসাহিত করে। নতুন নতুন বই প্রকাশের জন্য আগ্রহী হতে তিনি প্রকাশকদের প্রতি আহ্বান জানান। এই ৫টি বই প্রকাশ করেছে পি আর পাবলিকেশন। অনুষ্ঠানে সুপ্রচিতা দেববর্মা, বি ভেঙ্কটপ্রসাদ, সীতাংশু রঞ্জন দে, বিকাশরাই দেববর্মা আলোচনা করেন। স্বাগত বক্তব্য রাখেন পি আর পাবলিকেশনের পক্ষে প্রণব রায়। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য