আগামীকাল হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শুরু হচ্ছে জ্ঞানের উৎসব, মননের উৎসব আগরতলা বইমেলা। আগামীকাল বিকাল ৪ টায় ১৩ দিনব্যাপী ৪৪তম আগরতলা বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, আগরতলা পুরনিগমের মেয়র ও বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত
সভাধিপতি বিশ্বজিৎ শীল। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী। বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পদ্মশ্রী ড. অরুণোদয় সাহা, বিশিষ্ট লেখক নরেশ দেববর্মা, বিশিষ্ট লেখক মিলনকান্তি দত্ত। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিধায়ক মিনা রাণী সরকার।
বইমেলা উপলক্ষ্যে ইতিমধ্যেই হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয়েছে। এবারের বইমেলার থিম বা মূল ভাবনা ‘বন্দেমাতরম’। এবারের বইমেলায় ১৮৩টি স্টল খোলা হয়েছে। বই প্রকাশক, বিক্রেতাগণ ইতিমধ্যে তাদের বইয়ের স্টল সাজিয়ে তুলেছেন। প্রতি বছরের মতো এবারের বইমেলায়ও কবি সম্মেলন, বই প্রকাশ, আলোচনাচক্র, ক্যুইজ প্রতিযোগিতা, আকষ্মিক বক্তৃতা প্রতিযোগিতা, আলোকচিত্র প্রদর্শনী ইত্যাদির আয়োজন করা হয়েছে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় থাকবে রাজ্যের বিভিন্ন জেলার শিল্পীদের পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৩দিনব্যাপী বইমেলায় বইপ্রেমীদের যাতায়াতের জন্য এবছরও আগরতলার বিভিন্ন প্রান্ত থেকে বিনামূল্যে বাস পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। বইমেলা প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। প্রতিবছরের মতো এবারও বইমেলায় সবার জন্য উন্মুক্ত।



