সরস মেলা স্বসহায়ক দলের সদস্য-সদস্যাদের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রীর প্রদর্শনী ও বিক্রির জন্য একটি সুযোগ। এই সুযোগ তাদের কাজে লাগাতে হবে। আজ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে জেলা ভিত্তিক তৃতীয় সরস মেলার উদ্বোধন করে এ কথাগুলি বলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্তনা চাকমা। ডিএনবি ময়দানে আয়োজিত ৪ দিনব্যাপী সরস মেলার উদ্বোধন করে তিনি বলেন, স্ব-সহায়ক দলের সদস্যাদের গুণগত মান বজায় রেখে বিভিন্ন পণ্য উৎপাদন করতে হবে। তাহলেই বিক্রি যেমন বেশি হবে, বাড়বে চাহিদাও। তাই বিভিন্ন পন্যের উৎপাদনের ক্ষেত্রে গুণগতমান মান বজায় রাখা খুব দরকার। কারন আমরা চাইছি আত্মনির্ভর ভারত তথা আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলার জন্য। এর জন্য আমাদের লক্ষ্য প্রতিটি পরিবারকে আত্মনির্ভর করে গড়ে তোলা। সরকারি বিভিন্ন প্রকল্প হোক বা স্বসহায়ক দলের মাধ্যমে, প্রতিটি পরিবার যদি আত্মনির্ভর হতে পারে তাহলে আত্মনির্ভর ত্রিপুরা গড়ে উঠবে। তিনি আরো বলেন, আমাদের যুব সমাজকে নেশা মুক্ত হতে হবে। যুব সমাজের হাত ধরেই আমরা উন্নত ত্রিপুরা গড়ে তুলবো।
এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক যাদব লাল দেবনাথ, অতিরিক্ত জেলাশাসক বিজয় সিনহা, ধর্মনগরের মহাকুমা শাসক দেবযানী চৌধুরী, সমাজসেবী কাজল কুমার দাস প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক চাঁদনী চন্দ্রন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাপতি অপর্ণা নম:। মেলায় ৭৫ টি প্রদর্শনী স্টল খোলা হয়। জেলার আটটি ব্লক এলাকা থেকে স্ব সহায়ক দলের সদস্যারা নিজেদের উৎপাদিত পণ্য সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন। মেলার চার দিনই থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে আটটি ব্লক এলাকার আটটি স্ব সহায়ক দলকে ৪৪ লক্ষ ৮ হাজার টাকা ঋণ এর চেক তুলে দেওয়া হয়। মেলায় ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।



