Friday, January 9, 2026
বাড়িখবররাজ্যপ্রয়াত প্রাক্তন বিধায়ক সুরজিত দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী

প্রয়াত প্রাক্তন বিধায়ক সুরজিত দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী

সোমবার বর্ডার গুলচক্কর এলাকায় রামনগরের বিধায়ক জননেতা প্রয়াত সুরজিৎ দত্তের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয় । প্রসঙ্গত রামনগরের বর্তমান বিধায়ক তথা মেয়র দীপক মজুমদারের উদ্যোগে ২৭শে ডিসেম্বর এই স্মরণসভাটি করার কথা ছিল। কিন্তু রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণে সে দিন স্থগিত হয়ে যায়। আজকের এই স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা । পাশাপাশি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুরজিত দত্তের বন্ধু তথা বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা। আজ অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসার ডক্টর মানিক সাহা। পরবর্তীতে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র তথা রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপক মজুমদার। রামনগর বিধানসভা কেন্দ্রের কর্পুরেটরগণ, রামনগর বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্রসঙ্গত দীর্ঘ অসুস্থতার পর সুরজিৎ দত্ত ২০২৩ সালের ২৭ ডিসেম্বর কলকাতার একটি হাসপাতালে মারা যান।

প্রয়াত সুরজিৎ দত্তের জনপ্রিয়তা রামনগর সহ সারা রাজ্যে ছিল ঈর্ষণীয়।
তিনি প্রথমে ১৯৮৮ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিনিধিত্ব করে বিধায়ক হন এবং সুধীর রঞ্জন মজুমদারের নেতৃত্বাধীন কংগ্রেস-টিইউজেএস সরকারের মন্ত্রী হন । পরবর্তী চারটি নির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়লাভ করেন, ১৯৯৩ , ১৯৯৮ , ২০০৩ এবং ২০০৮ সালের বিধানসভা নির্বাচন নিয়ে টানা পাঁচবার জয়লাভ করেন। ২০১৩ সালের বিধানসভা নির্বাচনে তিনি ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর রতন দাসের কাছে হেরে যান । কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রতি আনুগত্য প্রকাশের পর তিনি ২০১৮ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে আসনটি পুনরুদ্ধার করেন । ২০২৩ সালের নির্বাচনেও তিনি বিজেপির টিকিটে পুনরায় জয়লাভ করেছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য