Sunday, December 28, 2025
বাড়িখবররাজ্যযথাযথ মর্যাদায় পালিত হল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ১৪১তম প্রতিষ্ঠা দিবস

যথাযথ মর্যাদায় পালিত হল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ১৪১তম প্রতিষ্ঠা দিবস

১৮৮৫ সালে ২৮ ডিসেম্বর প্রতিষ্ঠা হয়ে ছিল জাতীয় কংগ্রেসের । সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ১৪১ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। আগরতলা প্রদেশ কংগ্রেস ভবনে প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিধায়ক গোপাল রায় সহ কংগ্রেস নেতারা । বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণ এদিন জাতীয় পতাকা উত্তোলনে কর্মসূচি বাতিল করে প্রদেশ কংগ্রেস। দলীয় পতাকা উত্তোলন করে কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক গোপাল চন্দ্র রায় কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন। পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশন মোদির অঙ্গুলী হেলনে কাজ করে চলেছে বলেও মন্তব্য করেন তিনি। রাজ্যে যদিও কংগ্রেসের বেহাল দশা তাঁর পরও প্রতিষ্ঠা দিবসের দিনে কংগ্রেস রাজ্য রাজনীতিতে ঘুরে দাঁড়াবে বলে আশা ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য ভারতের জনগণের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে। ভারতীয় জনগণকে তাদের অধিকার ও স্বাধীনতার বিষয়ে সচেতন করতে। পাশাপাশি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ ব্রিটিশ শাসনের অবিচার ও শোষণের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও সংবিধানিক উপায়ে প্রতিবাদ করার লক্ষ্যেই ব্রিটিশ শাসিত ভারতবর্ষে প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয় কংগ্রেস দল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three + 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য