পর্যটন দপ্তরের উদ্যোগে এক মাস ব্যাপী আয়োজিত ইউনিটি প্রোমো ফেস্ট-২০২৫-এর আজ সমাপ্তি অনুষ্ঠান স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হয়। সমাপ্তি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বলিউডের বিখ্যাত প্লে-ব্যাক সিঙ্গার জুবিন নউটিয়াল। উল্লেখ্য, গত ৮ নভেম্বর নারিকেলকুঞ্জে এই ইউনিটি প্রোমো ফেস্টের প্রথম পর্বের সূচনা হয়। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। উপস্থিত ছিলেন ত্রিপুরা ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তথা দেশের প্রাক্তন ক্রিকেটার সৌরভগাঙ্গুলি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী (ডা.) সাহা বলেন, রাজ্যে পর্যটনের উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা রয়েছে। একে কাজে লাগাতে হবে। পর্যটন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই ধরণের অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের জাতি জনজাতিদের মধ্যে ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হবে। রাজ্য পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি ভাষণে বলেন, রাজ্যের অন্যতম পর্যটন স্থান ছবিমুড়ার অপরূপ দৃশ্য বিশ্বে খুব কম দেখা যায়। রাজ্যের পর্যটনকে বিশ্বের দরবারে তুলে ধরার এই প্রয়াস অবশ্যই প্রশংসনীয়। সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, রাজ্যের পর্যটন ক্রমশ উন্নয়নের পথে এগুচ্ছে। বর্তমান পর্যটনমন্ত্রীর উদ্যোগে এই ধারা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়াও বক্তব্য রাখেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন মন্ত্রিসভার অন্যান্য সদস্যগণ। অনুষ্ঠানে বাঙালি সহ রাজ্যের ১৯টি জনজাতি সম্প্রদায়ের প্রতিনিধিদের দ্বারা ফ্যাশন শো’র আয়োজন করা হয়। এছাড়াও অনুষ্ঠানের অতিথিগণ ইউনিটি প্রোমো ফেস্টের লোগোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।



