রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু আজ সকালে নজরুল কলাক্ষেত্রে ইমার্জেন্সি ব্লাড সার্ভিস এবং রে অব লাইফ এর রাজ্যভিত্তিক সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আলোচনায় রাজ্যপাল সাধারণ মানুষকে রক্তদানের গুরুত্ব সম্পর্কে আরও বেশি সচেতন হওয়ার জন্য আহ্বান জানান। তিনি বলেন, রক্তদানকে সামাজিক দায়িত্ব এবং কর্তব্য হিসেবে আমাদের সকলের দেখা উচিত। যেকোন দুর্ঘটনায় কিংবা জরুরী প্রয়োজনে মুমুর্ষ রোগীর রক্তের প্রয়োজনীয়তা রক্তদাতাদের রক্তের মাধ্যমেই পূরণ করা সম্ভব। তাই সকলকে স্বেচ্ছা রক্তদানে আরও বেশি করে এগিয়ে আসা প্রয়োজন।
অনুষ্ঠানে রাজ্যপাল জীবন জ্যোতি নামে একটি স্মরণিকার আবরণও উন্মোচন করেন। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় স্বাস্থ্য মিশনের এম ডি সাজু বাহিদ এ, জিএ (পি এন্ড এস) দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইমার্জেন্সি ব্লাড সার্ভিস এবং রে অব লাইফ, ত্রিপুরা শাখার সচিব তাপস সাহা।



