মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাহায্য প্রত্যাশীদের সাথে আজও সরাসরি কথা বলেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। এই কর্মসূচির আজ ৫৯তম পর্বে অধিকাংশ সাহায্য প্রত্যাশীগণ চিকিৎসাজনিত বিভিন্ন সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রীর সহায়তা চেয়ে আর্জি জানান। আগরতলা যোগেন্দ্রনগরের কাজল শীল তার অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানান। মুখ্যমন্ত্রী তার স্ত্রীর চিকিৎসার কাগজপত্র খতিয়ে দেখে জিবি হাসপাতালে বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন। শান্তিরবাজারের বিপ্লব চক্রবর্তী তার ১২ বছর বয়সী কন্যার চিকিৎসার জন্য সাহায্য চাইলে মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
রাজ্যের প্রাক্তন ক্রিকেটার রাজেশ বণিক কিছুদিন পূর্বে এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রয়াত হন। প্রয়াত রাজেশ বণিকের মা আজ মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সাথে সাক্ষাত করেন। মুখ্যমন্ত্রী সাথে সাথে শোকাহত পরিবারের সহায়তায় ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে ফোনে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করেন। পাশাপাশি সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রয়াত ক্রিকেটার রাজেশ বণিকের মা’র মাসিক ভাতার ব্যবস্থা করারও আশ্বাস দেন। স্বামীর চিকিৎসার জন্য উত্তর জোলাইবাড়ির দীপ্তি মুহুরি, ফটিকরায় গঙ্গানগরের মনোরঞ্জন দেববর্মা, মতাই সুন্দরটিলার কমলা রবিদাস, মান্দাইয়ের মানিক দেববর্মা প্রত্যেকেই তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে প্রয়োজনীয় চিকিৎসার জন্য সাহায্যের আর্জি জানান। মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট জিবি হাসপাতালের মেডিক্যাল সুপারের সাথে কথা বলে তাদের প্রয়োজনীয় চিকিৎসা ও বিনামূল্যে ওষুধপত্র দেওয়ার ব্যবস্থার নির্দেশ দেন।
আজকের এই মুখ্যমন্ত্রী সমীপেষু কর্মসূচিতে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তাপস রায়, জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরার মিশন ডাইরেক্টর সাজু বাহিদ, স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. দেবাশ্রি দেববর্মা, জিবি হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. বিধান গোস্বামী, অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. শিরমণি দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন।



