Saturday, December 13, 2025
বাড়িখবররাজ্যগোমতী জেলার বিভিন্ন গ্রাম পরিদর্শনে রাজ্যপাল

গোমতী জেলার বিভিন্ন গ্রাম পরিদর্শনে রাজ্যপাল

রাজ্যের সীমান্তবর্তী গ্রামগুলিতে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির বাস্তবায়ন পরিদর্শন করার জন্য আজ রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু গোমতী জেলার বিভিন্ন গ্রাম সফর করেন।

রাজ্যপাল পরিদর্শনের প্রথম পর্যায়ে করবুক মহকুমার জলেয়া ভিলেজ পরিদর্শন করেন। সে সময় তিনি স্থানীয় গ্রামবাসীদের সাথে প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান কার্ড প্রভৃতি নিয়ে মতবিনিময় করেন। তিনি উপস্থিত কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিককে সেখানে একটি কোল্ড স্টোরেজ স্থাপনের জন্য পরামর্শ দেন। তাছাড়াও শিক্ষা দপ্তরের আধিকারিকদের একলব্য এবং নবোদয় বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা যাতে আরও বেশি সংখ্যায় ভর্তি হয় সেদিকে নজর দেওয়ার জন্য আহ্বান জানান। এ সময় রাজ্যপাল এবং রাজ্যপাল পত্নী এন, রেণুকা স্থানীয়দের মধ্যে পি.আর.টি.সি., ম্যারেজ সার্টিফিকেট, সার্ভাইভেল সার্টিফিকেট, পি.ভি.সি. রেশন কার্ড এবং উচ্চফলন বীজ বিতরণ করেন। তাছাড়াও তারা ককবাকসা স্বসহায়ক দলকে ৭ লক্ষ টাকার চেক তুলে দেন।

পরবর্তীতে রাজ্যপাল শিলাছড়িস্থিত বি.ও.পি.-র বি.এস.এফ. জওয়ানদের সাথে সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন। সে সময় তাঁর সঙ্গে ছিলেন বি.এস.এফ. ত্রিপুরা ফ্রন্টিয়ারের আই.জি. অলক কুমার চক্রবর্তী, ব্যাটেলিয়ন কমান্ডেন্ট অজয় কুমার। রাজ্যপাল এদিন শুকনাছড়ায় অবস্থিত মহাবোধি ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ও পরিদর্শন করেন এবং স্থানীয়দের সাথে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই অনুষ্ঠানে রাজ্যপাল তিপ্রাসা স্বসহায়ক দল, লোটাস স্বসহায়ক দলকে যথাক্রমে ৩ লক্ষ ও ২ লক্ষ টাকার চেক তুলে দেন। তাছাড়াও তিনি ৩ জন স্থানীয় গ্রামবাসীকে ২ লক্ষ টাকা করে ঋণের চেকও তুলে দেন। আজকের এই পরিদর্শনকালে রাজ্যপালের সঙ্গে ছিলেন বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, রাজ্যপালের সচিব উত্তম কুমার চাকমা, করবুক মহকুমার মহকুমা শাসক সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ।

এরপর রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ রূপাইছড়িস্থিত একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল পরিদর্শন করে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার লুধুয়া চা প্রক্রিয়াকরণ কেন্দ্রটি পরিদর্শন করেন এবং চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন। সে সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, রাজ্যপালের সচিব ইউ.কে. চাকমা, জেলাশাসক মহ: সাজাদ পি. প্রমুখ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য