সোমবার শ্রম কোড বাতিল, বিভিন্ন প্রকল্পের বাজেট বরাদ্দ বৃদ্ধিসহ একাধিক দাবিকে সামনে রেখে সিআইটিইউ অনুমোদিত মিড ডে মিল , আশা ও অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ইউনিয়নের কর্মীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে কর্মীরা এদিন সরকারের শ্রমবিরোধী নীতি ও প্রকল্পভিত্তিক কর্মীদের অস্থিরতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। এদিন সংগঠনের সদস্য পাঁচালী ভট্টাচার্য জানান দীর্ঘদিন ধরে নানান দাবি থাকা সত্ত্বেও সরকারের উদাসীনতার কারণে কর্মীরা ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন। তাছাড়া তিনি আরও বলেন, শ্রম কোড বাতিল, প্রকল্পভিত্তিক কর্মীদের ন্যূনতম মজুরি নির্ধারণ, সামাজিক নিরাপত্তা প্রকল্পে সুরক্ষা বৃদ্ধি এবং বাজেট বরাদ্দ বাড়ানো, ই এম আই, গ্র্যা চুয়িটি সহ সকল প্রকার সামাজিক সুরক্ষা দিতে হবে। প্রকল্প কর্মীদের জন্য সার্ভিস রুল প্রনয়ন করতে হবে, নির্দিষ্ট কাজের বাইরে আসা ও অঙ্গন ওয়াড়ী কর্মীদের উপরে বাড়তি কাজের বোঝা চাপানো চলবেনা, মাসের বেতন দিতে হবে ইত্যাদি। এদিন কর্মসূচিতে শতাধিক মিড ডে মিল কর্মী, আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী অংশ নেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার প্রস্তুতি নেওয়া হবে।



