বিদ্যুৎ বিল ও বীজ বিল পুড়িয়ে সারা দেশের সাথে ত্রিপুরাতেও প্রতিবাদ জানালো সংযুক্ত কিষান মোর্চা। মূল কর্মসূচিটি হয় আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে। সর্ব ভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে বিদ্যুৎ বিল ও কৃষি বিল পুড়িয়ে কর্মসূচি সম্পন্ন করার আগে সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরার আহ্বায়ক পবিত্র কর বলেন, ‘বিদ্যুৎ বিল ও সিডস বিল-২০২৫’ হল আর এস এস- বিজেপির বৃহত্তর রাজনৈতিক প্রকল্প বা কর্মসূচির অঙ্গ। যার একমাত্র উদ্দেশ্য হল এই বীজ বিলকে আইনে পরিণত করে ছোট কৃষকদের অধিকার কেড়ে নিয়ে ভাবতের বীজ সার্বভৌমত্বকে কিছু সংখ্যক কর্পোরেট ও দেশীয় একচেটিয়া কোম্পানির হাতে সঁপে দেওয়া। তিনি বলেন এই শীতকালীন সংসদের অধিবেশনে এই বিল আইনে রূপান্তরিত করতে সচেষ্ট হয়েছে মোদী সরকার। এতে দেশীয় কৃষির সর্বনাশ ডেকে আনা হচ্ছে এবং কর্পোরেট কৃষি তৈরি করা হচ্ছে পবিত্র কর অভিযোগ করেন। তিনি বলেন, একই কায়দায় একটা কালা কৃষিকানুন এই সরকার এনে আইন প্রনয়ণ করেছিল ,কোভিডের সময়ে, দেশের অন্নদাতারা তা করতে দেয়নি, এই বীজ বিল তার বিকল্প, অন্নদাতারা সেটা ধরে ফেলেছে এবারও হতে দেবেনা। পবিত্র কর বলেন এই বীজ বিল কৃষকদের প্রতি মোদী সরকারের নতুন করে বিশ্বাসঘাতকতা। নকল বীজের বাজার খুলে দিতেই এই বিল আনা হয়েছে বলে অভিযোগ করে পবিত্র কর বলেন এর ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের পথও বন্ধ করে দেয়া হয়েছে এই বিলে বলে অভিযোগ করেন তিনি ।
এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজ্য কৃষকসভার সহ সভাপতি মতিলাল সরকার, সহ সম্পাদক রতন দাস , সিদ্দিকুর রহমান, জেলা কমিটির সভাপতি মধূসুদন দাস, ক্ষেতমজুর সংগঠনের নেতা ভানুলাল সাহা , ফরোয়ার্ড ব্লকের পার্থ সরকার, আর এস পির দিপক দেব ও সিপিআইএর মিলন দে।



