ঘটনার বিবরনে প্রকাশ গতকাল হাসপাতালের বেসরকারি সংস্থার অধীনে কর্মরত অভিযুক্ত পুরুষ সুপারভাইজার সেই সংস্থার মহিলা সুপারভাইজারকে মারধর করে শারীরিকভাবে আক্রান্ত করেন, যার জেরেই রবিবার আইজিএম হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখান সাফাই কর্মীরা। তাছাড়া অভিযুক্ত পুরুষ সুপারভাইজারের বিরুদ্ধে মহিলা সাফাই কর্মীদের নানান ভাবে উত্ত্যক্ত করার অভিযোগও আনেন এরা।
তাছাড়া মহিলা সাফাই কর্মীরা অভিযুক্ত পুরুষ সুপারভাইজারের বিরুদ্ধে আরও একাধিক দুর্ব্যবহারের অভিযোগ আনেন এবং এরা দাবী জানান হাসপাতাল কর্তৃপক্ষ অবিলম্বে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক এবং কর্মক্ষেত্রে নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করুক। বিক্ষোভের খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।



