Thursday, November 27, 2025
বাড়িখবররাজ্যপণ্যের সঠিক ওজন ও পরিমাপের বিষয়ে সচেতন থাকা খুবই জরুরী: খাদ্যমন্ত্রী

পণ্যের সঠিক ওজন ও পরিমাপের বিষয়ে সচেতন থাকা খুবই জরুরী: খাদ্যমন্ত্রী

দৈনন্দিন জীবনে একজন গ্রাহক হিসেবে কোন পণ্যের সঠিক ওজন ও পরিমাপের বিষয়ে সচেতন থাকা সবার জন্য খুবই জরুরী। এ বিষয়ে গ্রাহকদের আরও সচেতন করে তুলতে হবে। খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আজ আগরতলার হোটেল পোলো টাওয়ার-এ লজ অব লিগ্যাল মেট্রোলজি বিষয়ে এক আলোচনাচক্রের উদ্বোধন করে একথা বলেন। তিনি আশাপ্রকাশ করেন এধরণের আলোচনাচক্র ভোক্তাদের সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

দি কন্ট্রোলার অব লিগ্যাল মেট্রোলজি-এর উদ্যোগে এবং কেন্দ্রীয় সরকারের ভোক্তাবিষয়ক দপ্তরের সহযোগিতায় আয়োজিত দুইদিনব্যাপী আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন খাদ্য দপ্তরের সচিব দেবপ্রিয় বর্ধন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভোক্তা ও লিগ্যাল মেট্রোলজি দপ্তরের অধিকর্তা আশুতোষ আগরওয়াল, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব লিগ্যাল মেট্রোলজির অধিকর্তা ড. রাজেশ্বর কুমার, খাদ্য ও জনসংভরণ দপ্তরের অধিকর্তা সুমিত লোধ। আলোচনা সভায় রাজ্যের বিভিন্ন মহকুমার মহকুমা শাসকগণ, পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিগণ, ত্রিপুরা মর্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিগণ অংশ নেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য