Thursday, November 27, 2025
বাড়িখবররাজ্যপশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক দ্বিতীয় পর্যায়ের ইউনিটি মার্চ ২৪ নভেম্বর

পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক দ্বিতীয় পর্যায়ের ইউনিটি মার্চ ২৪ নভেম্বর

সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক দ্বিতীয় পর্যায়ের ইউনিটি মার্চ আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে ঐদিন সকাল ৭টায় সার্কিট হাউস সংলগ্ন গান্ধী মূর্তি প্রাঙ্গণ থেকে এই ইউনিটি মার্চ শুরু হয়ে ঊষাবাজারস্থিত সুখময় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হবে। আজ পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা অশোক কুমার দাস এ সংবাদ জানান। সব অংশের জনগণকে এই ইউনিটি মার্চে অংশগ্রহণ করার জন্য তিনি আহ্বান জানান। সাংবাদিক সম্মেলনে এছাড়াও পশ্চিম ত্রিপুরা জেলার তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহ-অধিকর্তা মনোজ দেববর্মা এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহ-অধিকর্তা শান্তনু সূত্রধর উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য