বুধবার রাজ্য সচিবালয়ে সাংবাদিক সম্মেলন করে রাজ্য মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী । তিনি জানান রাজ্যে প্রথম সরকারি মহিলা বিশ্ববিদ্যালয় এবং ত্রিপুরা টেকনিক্যাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া রাজ্যের বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ এবং নতুন পদ সৃষ্টি করার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান।
এদিন তিনি জানান, রাজ্যে ২৮ টি সুপারভাইজার পদে আইসিডিএসে লোক নিয়োগ করা হবে। এক্ষেত্রে সরাসরি টিপিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পাশাপাশি সমবায় দপ্তরে জিআরবিটির মাধ্যমে মোট ৯৭টি পদে এবং আরবান দপ্তরের তরফে মোট ১৪ থানা পোস্টে নিয়োগ করা হবে ইঞ্জিনিয়ারদের বলে জানান তিনি।
তার পাশাপাশি রাজ্যে আরও নতুন করে খোলা হবে ১০৯০ টি অঙ্গনওয়াড়ি সেন্টার। সে সঙ্গে নিয়োগ করা হবে ১০৯০ জন স্টাফ এবং হেল্পারদের, বলে জানান তিনি।



