জানা যায় নিত্যদিনের মত রাজীব দেবরায় স্থানীয় সত্যজিৎ দেবনাথের বাড়ির সামনে থাকা গ্যারেজে তার সাতটি ব্যাটারি চালিত রিকশা চার্জে দিচ্ছিলেন। ঠিক তখনই রাধানগর রাধামাধব সংঘ ক্লাব সংলগ্ন এলাকায় রাহুল দেবরায়ের ছোট ভাই রাজীব দেবরায়ের উপর পাঁচজন দুষ্কৃতিকারী হামলা চালায় এবং তাদের হুমকি অনুমতি ও টাকা ছাড়া ওই এলাকায় রিকশা রাখলে ফল ভালো হবে না বলে । দুষ্কৃতিকারীদের মধ্যে ছিলেন এলাকার বাসিন্দা সুমিত দাস তার ভাই দাস এবং তাদের দোকানের ম্যানেজার দীপঙ্কর সহ আরও দুই-তিনজন অজ্ঞাত ব্যাক্তি ।
রাহুল দেবরায়ের পরিবারের দাবী , ছোট ভাইয়ের উপর আক্রমনের খবর তাদের কাছে পৌছাতেই ঘটনাস্থলে গেলে দুষ্কৃতিকারীরা তাদের উপরও হামলা চালায় বলে । এমনকি অভিযুক্ত সুমিত দাস রাহুল দেবরায়ের মা নমিতা দেবরায়- এর প্রতি অশালীন আচরণ করে, তার পোশাক ছিঁড়ে ফেলে এবং রাস্তায় ফেলে দেয় বলে অভিযোগ করে এরা । ঘটনাস্থলে পাশের লোকজন গিয়ে যদি উদ্ধার না করতো তাহলে ঘটনা আরও ভয়াবহ হতে পারতো বলে জানান যায় , এবং আহতরা আই জি এম হাসপাতালে চিকিৎসা গেলে তাদেরকে জিবি হাসপাতালে রেফার করা হয় । পরে বুধবার পশ্চিম আগরতলা থানায় অভিযুক্ত সুমিত দাস, অমিত দাস, দীপঙ্কর ও অজ্ঞাত সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে পরিবারের সদস্যরা।



