উন্নয়নমূলক কাজকর্মের সাথে কোন আপোষ করবেনা আগরতলা পৌর নিগম। প্রয়োজনে নিগম আইনের পথে হাঁটবে । শুক্রবার রাজধানীর আশ্রম চৌমুহনী এলাকার বিভিন্ন নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে এই কথা জানান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।
আগরতলা পৌর নিগম এর অধীন ২৩ এবং ২৫ নম্বর ওয়ার্ড এলাকায় নির্মাণ কাজে কিছুটা বাধার সম্মুখীন হচ্ছে নিগম এবং স্মার্ট সিটি কর্তৃপক্ষ ।বিশেষ করে নর্দমা নির্মাণের কাজে এই সমস্যার সম্মুখীন হচ্ছে আগরতলা স্মার্ট সিটি limited ।শুক্রবার বাধা প্রাপ্ত সংশ্লিষ্ট এলাকাগুলো পরিদর্শন করেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ।মেয়রের সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের কমিশনার ,পূর্ত দপ্তরের আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা। ছিলেন স্থানীয় দুই কর্পুরেটর । এদিন বাধা প্রাপ্ত স্থানগুলি খতিয়ে দেখেন মেয়র ।কথা বলেন স্থানীয়দের সাথে ।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র তথা বিধায়ক জানান, শহরের বিভিন্ন এলাকায় স্থায়ী নির্মাণের কাজ চলছে। এতে জনগণের খানিকটা অসুবিধা হচ্ছে তা ঠিক। কিছুটা কষ্ট ভোগ করতে হবে। পূজার জন্য নির্মাণ কাজ বন্ধ ছিল ।এখন পুনরায় নির্মাণ কাজ শুরু হয়েছে ।মেয়র দৃঢ়তার সাথে জানান ,আগামী সাত থেকে আট মাসের মধ্যেই শহর আগরতলা পরিপূর্ণরূপে প্রকাশ পাবে ।মেয়র আরো জানান ,নির্মাণ কাজে তেমন একটা বাধা নেই । বাধা এলে আইনি পথে হাঁটতে বাধ্য হবে নিগম কর্তৃপক্ষ ।তিনি জানান, উন্নয়নের স্বার্থে কোন আপোষ নয়।
প্রসঙ্গত উল্লেখ্য যে বৃষ্টির জমা জল নিষ্কাশনের জন্য আগরতলা স্মার্ট সিটি লিমিটেড কর্তৃপক্ষ শহরের ৪৬ কিলোমিটার রাস্তার দুপাশে কভার ড্রেন নির্মাণের কাজ হাতে নিয়েছে ।বর্ষার সময় ভোগান্তির হাত থেকে জনগণকে রক্ষা করার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।