আগরতলা পৌর নিগম এবং পূর্ত দপ্তর যৌথভাবে এডি নগরের পুলিশ লাইনের সড়ক মেরামতের উদ্যোগ গ্রহণ করবে ।শুক্রবার পুলিশ লাইনের কোয়ার্টারে যাওয়ার রাস্তা পরিদর্শন শেষে এই কথা জানান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
রাজধানীর এডি নগরে পুলিশ লাইন রয়েছে। পুলিশ লাইনে একাধিক কোয়াটার রয়েছে ।এই কোয়াটার গুলিতে আরক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিককে বসবাস করেন ।কিন্তু দীর্ঘ দিন ধরে পুলিশ লাইনের কোয়ার্টারে যাওয়ার রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। প্রয়োজনীয় সংস্কারের অভাবে অনেকটা মরণ ফাঁদে পরিনত হয়েছে এই রাস্তা। আরক্ষা দপ্তর থেকে এই রাস্তার সংস্কার সাধনের জন্য একাধিকবার আগরতলা পৌর নিগম এবং পূর্ত দপ্তরকে জানানো হয়। অবশেষে শুক্রবার একটি উচ্চ পর্যায়ের দল নিয়ে এডিনগরের পুলিশ লাইনের কোয়ার্টারে যাওয়ার রাস্তাটি পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। উচ্চপর্যায়ের প্রশাসনিক দলটিতেছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ,আরক্ষা দপ্তরের পুলিশ আধিকারিক মানিক লাল দাস ,আগরতলা পৌর নিগমের কমিশনার ডি কে চাকমা ,পূর্ত দফতর এবং এ এম সির উচ্চপদস্থ আধিকারিকরা। রাস্তার বেহাল অবস্থা তারা ঘুরে দেখেন ।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার জানান, পূজোর পরেই আগরতলা পৌর নিগম এবং পূর্ত দপ্তরের যৌথ উদ্যোগে এই রাস্তার সংস্কার সাধন করা হবে ।পূজোর আগে সাময়িকভাবে সংস্কার সাধনের জন্য পূর্ত দপ্তরের আধিকারিকদের প্রতি অনুরোধ জানান তিনি ।পূর্ত আধিকারিকরা পুজোর আগে সাময়িকভাবে রাস্তা সংস্কারে সম্মত হয়েছেন বলে জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
উল্লেখ্য এডি নগরের পুলিশ লাইনের কোয়ার্টারে যাওয়ার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্হায় রয়েছে।এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলাফেরা করাই দায় কোয়াটারের আবাসিকদের। অবশেষে দীর্ঘদিন বাদে সড়ক সংস্কারের উদ্যোগ গ্রহণ করায় খুশি পুলিশ লাইনের আবাসিকরা।