Saturday, September 13, 2025
বাড়িখবররাজ্যশারদ উৎসব নিয়ে পূজা উদ্যোক্তাদের সাথে বৈঠক করলো আরক্ষা এবং জেলা প্রশাসন

শারদ উৎসব নিয়ে পূজা উদ্যোক্তাদের সাথে বৈঠক করলো আরক্ষা এবং জেলা প্রশাসন

শারদ উৎসবের দিনগুলিতে শান্তি-শৃঙ্খলা সুনিশ্চিত করতে পূজা উদ্যোক্তাদের সহযোগিতায় যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বৃহস্পতিবার আগরতলা টাউন হলে পূজা উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত বৈঠকে এই কথা জানান জেলা শাসক বিশাল কুমার ।পুজোর দিনগুলিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারেই শব্দ দূষণ নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হবে বলে জানান পশ্চিম জেলা পুলিশ সুপার নমিত পাঠক।

শারদ উৎসবের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে ।পূজা উদ্যোক্তাদের মধ্যে চলছে জোড় প্রস্তুতি ।দুর্গাপূজাকে সামনে রেখে বসে নেই পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনও ।শারদ উৎসবের দিনগুলিতে শান্তি শৃঙ্খলা সুনিশ্চিত করতে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসন যৌথভাবে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার আগরতলা টাউন হলে রাজধানীর বিভিন্ন পুজো উদ্যোক্তাদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করে পশ্চিম জেলার আরক্ষা প্রশাসন ।এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক বিশাল কুমার, পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক সহ আরক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠকে শহরের বিভিন্ন ক্লাবগুলির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই বৈঠক প্রসঙ্গে পশ্চিম জেলার জেলাশাসক বিশাল কুমার জানান ,পুজো উদ্যোক্তাদের সাথে পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের সহযোগিতার ভিত্তিতে শারদ উৎসবের দিনগুলিতে মানুষ যেন নির্দ্বিধায় পুজোর আনন্দ উপভোগ করতে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করা হবে ।এই ক্ষেত্রে ক্লাবগুলির সহযোগিতা কামনা করেন জেলাশাসক।

বৈঠক প্রসঙ্গে প্রায় একই কথা জানান পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক। তিনি জানান ,বৈঠকের মূল লক্ষ্য হলো নাগরিকরা যেন খুশির আবহে পুজো উপভোগ করতে পারেন সেই ব্যবস্থা গ্রহণ করা ।সাউন্ড সিস্টেম নিয়ে জেলা পুলিশ সুপার জানান ,সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারেই শব্দ দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করা হবে।বৈঠকে শহরের বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। পুজোর দিনগুলোতে শহরে যানজট নিয়ন্ত্রণে সক্রিয় উদ্যোগ গ্রহণ করার জন্য ক্লাবের প্রতিনিধিরা পুলিশ প্রশাসনের নিকট আহ্বান জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য