Saturday, July 26, 2025
বাড়িখবররাজ্যগোমতী জেলায় দিশা কমিটির সভা অনুষ্ঠিত

গোমতী জেলায় দিশা কমিটির সভা অনুষ্ঠিত

গোমতী জেলায় দিশা কমিটির সভা আজ গোমতী জিলা পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব। সভায় জেলাশাসক রিঙ্কু লাথের জানান, সংসদ আদর্শ গ্রাম যোজনার অধীন কিল্লা ব্লকের দার্জিলিং এডিসি ভিলেজে ১০৯টি প্রকল্পের কাজ শুরু হয়েছে। এরমধ্যে ৯৫টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। অমরপুর ব্লকের বীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতে ১১১টি প্রকল্পের কাজ শুরু হয়েছে। এরমধ্যে ৯৫টি প্রকল্পের কাজ শেষ হয়েছে। গোমতী জেলায় মোট জব কার্ড রয়েছে ৯৪ হাজার ৪৫১টি। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পে চলতি অর্থবর্ষে গোমতী জেলায় ১ হাজার ৮৯০ পরিবারকে সরকারি সুবিধা প্রদান করা হয়েছে। নতুন ১৮৯টি স্বসহায়ক দল মিলিয়ে এখন পর্যন্ত গোমতী জেলায় মোট ৭ হাজার ৪৩৫টি স্বসহায়ক দল রয়েছে। চলতি অর্থবর্ষে এখন পর্যন্ত ৪৪৯ জনকে ব্যাংক লোন প্রদান করা হয়েছে।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় (গ্রামীণ) অনুমোদিত ৫৩ হাজার ৮৮৩টি ঘরের মধ্যে ৫২ হাজার ৭৭৮টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে। পি.এম. জনমন প্রকল্পের অধীন ৩ হাজার ৪৩২ জন সুবিধাভোগীকে গৃহ নির্মাণ করে দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যে ৩ হাজার ৪২টি গৃহ নির্মাণের কাজ শেষ হয়েছে। এছাড়া এম.জি.এন. রেগা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, বিদ্যুৎ, মৎস্য, কৃষি, উদ্যান ও ভূমি সংরক্ষণ, বিদ্যালয় শিক্ষা, পূর্ত, পানীয়জল ও স্বাস্থ্যবিধান, জলসম্পদ, স্বাস্থ্য, বন, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা, গ্রামোন্নয়ন, ব্যাঙ্ক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ তাঁদের নিজ নিজ দপ্তরের উন্নয়নমূলক কাজগুলির বাস্তবায়নের তথ্য সভায় তুলে ধরেন।

আজকের এই সভায় উপস্থিত ছিলেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, টিটিএএডিসি-র কার্যনির্বাহী সদস্য ডলি রিয়াং, বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক রঞ্জিৎ দাস, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা, জেলার বিভিন্ন ব্লকের পঞ্চায়েত সমিতি এবং ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যানগণ, গোমতী জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা, উদয়পুর, অমরপুর এবং করবুক মহকুমার মহকুমা শাসকগণ, জেলার বিভিন্ন ব্লকের বিডিও-গণ, জেলায় কর্মরত প্রত্যেকটি দপ্তরের আধিকারিকগণ। সভায় সাংসদ শ্রীদেব কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে যথা সময়ে শেষ করার উপর গুরুত্ব আরোপ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen + fourteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য