Friday, July 25, 2025
বাড়িখবররাজ্যনর্দমা নির্মাণের জন্য দখল করে রাখা সরকারি জায়গাই নেওয়া হচ্ছে - মেয়

নর্দমা নির্মাণের জন্য দখল করে রাখা সরকারি জায়গাই নেওয়া হচ্ছে – মেয়

শহরবাসীকে জলবন্দির হাত থেকে রেহাই দিতেই বিভিন্ন স্থানে এক যুগে নর্দমা নির্মাণের কাজ শুরু হয়েছে। শুক্রবার আগরতলার কের চৌমুহনী থেকে বিদূরকর্তা চৌমুহনী পর্যন্ত সড়কের দুপাশে নর্দমা নির্মাণের কাজ পরিদর্শনে গিয়ে এই কথা জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

বৃষ্টির জল থেকে শহরবাসী এবং শহরকে মুক্ত রাখতে আগরতলা শহরের বিভিন্ন স্থানে এক যুগে কভার ড্রেন নির্মাণের কাজ শুরু হয়েছে। ড্রেন নির্মাণের জন্য জায়গার সংকুলান করতে বিভিন্ন স্থানে মানুষের বাড়ি ঘরের কিছু অংশ ভাঙ্গা হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন স্হানেই একাংশের জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। রাজধানীর কের চৌমুহনী থেকে বিদূরকর্তা চৌমুহনী পর্যন্ত সড়কে একাধিক মানুষের নির্মাণ কাজ ভাঙ্গা হয় ।এখানেও একাংশের জনগণের অভিযোগ এবং ক্ষোভ রয়েছে। এই অভিযোগ পেয়ে আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার শুক্রবার কের চৌমুহনী থেকে বিদূরকর্তা চৌমুহনী পর্যন্ত এলাকা পরিদর্শনে যান। মেয়র এর সাথে ছিলেন ডঃ সৈলেশ কুমার যাদব ,স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্য আধিকারিকরা ।পরিদর্শনে গিয়ে মেয়র জানান, শহরবাসীকে বৃষ্টির জল থেকে রেহাই দিতেই এক যুগে বিভিন্ন স্থানের নর্দমা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।নগর উন্নয়ন দপ্তর, পূর্ত দপ্তর ,smart city এবং আগরতলা পৌরনিগম মিলে এই কাজে হাত দিয়েছে ।এই ক্ষেত্রে জনসাধারণের সহযোগিতা কামনা করেন তিনি। মেয়র জানান , কের চৌমুহনী থেকে বিদূরকর্তা চৌমুহনী পর্যন্ত সড়কে একাংশের মানুষ সরকারি জায়গা দখল করেই নির্মাণ কাজ করেছে ।কে কত সরকারি জায়গা দখল করেছে পৌর নিগমের কাছে এই তথ্য রয়েছে ।তিনি আরো জানান ,নর্দমা নির্মাণের জন্য যতটা প্রয়োজন ততটা জায়গাই নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে একসাথে নির্মাণ কাজ চলতে থাকায় একাধিক সড়কে যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। কিছু কিছু সমস্যারও সৃষ্টি হচ্ছে ।শারদ উৎসব এর আগে এই নির্মাণ কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

9 + 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য