Friday, July 25, 2025
বাড়িখবররাজ্য১৩ দফা দাবীতে ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়নের রাজভবন অভিযান

১৩ দফা দাবীতে ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়নের রাজভবন অভিযান

ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়নের উদ্যোগে আজ ১৩ দফা দাবির ভিত্তিতে রাজভবন অভিযানের ডাক দেওয়া হয়। প্যারাডাইস চৌমুহনি থেকে এই মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে রাজভবনের উদ্দেশ্যে রওনা দিলে সার্কিট হাউস এলাকায় গিয়ে তাদের আটকে দেওয়া হয়। সেখানে এক সভা অনুষ্ঠিত হয়। এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী দলনেতা তথা পলিটব্যুরো সদস্য জীতেন্দ্র চৌধুরী, তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক বাম নেতা সুধন দাস, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্য বামপন্থী কর্মী সমর্থকেরা।এদিনের এই সভা সম্পর্কে বলতে গিয়ে তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সম্পাদক সুধন দাস বলেন, রাজ্য সরকার মৎস্যজীবীদের জন্য যে সমস্ত প্রকল্প চালু করেছে তার সুবিধা পাচ্ছেন না মৎস্যজীবিরা। উল্টে মৎস্যজীবীদের জীবিকায় কুঠারাঘাত বসাচ্ছে রাজ্যের বর্তমান জনবিরোধী সরকার। তিনি অভিযোগ করেন, মৎস্যজীবীদের জীবিকা নির্বাহের মাধ্যমকে বেসরকারিকরণ করার উদ্যোগ নিয়েছে এই সরকার। দেশে ২ কোটির ও বেশি মৎস্যজীবী রয়েছেন। কেন্দ্র সরকারের দৌলতে তারা আজ সঙ্কটাপন্ন। দেশীয় মৎস্যজীবী দের পেটে লাথি মেরেছে বিদেশী মৎস্য রপ্তানি কারীরা। আর তাতে সর্বতোভাবে মদত দিচ্ছে কেন্দ্র সরকার।তিনি আরো বলেন, সরকারি জলাশয়গুলোকে মৎস্যজীবিদের জন্য উন্মুক্ত করে দিয়েছিল বাম সরকার। ডম্বুর জলাশয় কেও সেক্ষেত্রে প্রয়োগ করা হয়। কিন্তু বর্তমানে সেই সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে এই সরকার। নেই মৎস্য জীবি দের সমবায়ের হাতে কোনো‌ ক্ষমতা। বিজেপি সরকারের আমলে তাদের পেশীর শক্তি বেশি সব তাদের দখলে যাচ্ছে। ডম্বুর জলাশয়, রাজ্যের সব চাইতে বড় জলাশয় যা মৎস্যজীবী দের জীবিকায় একটা অনন্য ভূমিকা পালন করতো। তাকে তুলে দেওয়া হয়েছে বেসরকারি সংস্থার হাতে। গোটা দেশ যেভাবে বেসরকারি করণের দিকে হাটছে তার প্রভাব পড়েছে ত্রিপুরা রাজ্যের ছোট ছোট জলাশয় গুলিতেও। ডম্বুর এর পর রুদ্রসাগর কে বেসরকারি করণ করতেও পরিকল্পনা নিচ্ছে এই সরকার। যা সম্পূর্ণ ভাবে মৎসজীবী দের স্বার্থ বিরোধী। এই সমস্ত কিছুর বিরুদ্ধে এদিন মিছিল থেকে এক রাশ ক্ষোভ উজার করে‌ দিলেন বাম নেতৃত্বরা।এছাড়াও জনসাধারণের নিত্যদিন নানা সমস্যা নিয়েও এদিন সরব হতে দেখা যায় বাম নেতৃত্বদের। বিদ্যুৎ থেকে শুরু করে দ্রব্যমূল্য বৃদ্ধি, ১০৩২৩ এর চাকরি ফিরিয়ে দেওয়া সবকটি দাবি উঠে আসে এই ১৩ দফা দাবি সম্বলিত স্মারকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 + 11 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য