Wednesday, July 9, 2025
বাড়িখবররাজ্যরাজ্যে বনধকে পরোয়াই করল না সচেতন মানুষ, বৃষ্টিস্নাত রাজধানীতে মানুষের কর্মব্যস্ততা ছিল...

রাজ্যে বনধকে পরোয়াই করল না সচেতন মানুষ, বৃষ্টিস্নাত রাজধানীতে মানুষের কর্মব্যস্ততা ছিল তুঙ্গে


রাজ্যে কর্মনাশা বনধ প্রত্যাখ্যান করেছেন জনগণ। দেশব্যাপী সাধারণ ধর্মঘটের বিরুদ্ধে নেমে জিবি বাজার এলাকায় এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সহ সভানেত্রী পাপিয়া দত্ত। তথাকথিত বন্ধের দিন আর দশটা দিনের মতোই কর্মব্যস্ত ছিল রাজধানীর নাগের জলা এলাকা, হাট বাজার স্কুল কলেজ অফিস আদালত সর্বত্রই জনমনে কর্মব্যস্ততা পরিলক্ষিত হয়।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের শ্রমিক কোড প্রত্যাহারের দাবিতে বুধবার দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। এর মধ্যে রয়েছে সি আই টি ইউ, আইএনটিইউসি, এআইটিইউসি প্রভৃতি সংগঠনগুলিও ।এই বন্ধ কে কেন্দ্র করে গত কয়দিন ধরে রাজ্যেও বন্ধের স্বপক্ষে এবং বিপক্ষে তুমুল প্রচার চলছিল। সি আই টি ইউ’র পক্ষ থেকে বন্ধের সমর্থনে ব্যাপক প্রচার চালানো হয়েছিল। কিন্তু বন্ধের দিন দেখা গেল রাজ্যে বন্ধের কোন প্রভাব পড়ল না। রাজ্যের সর্বত্রই ছিল স্বাভাবিক এবং কর্মব্যস্ততা তুঙ্গে ।এদিন বনধের সমর্থনে মাঠে নামতে দেখা গেল না সি আই টিইউকে ।অপরদিকে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই বন্ধের বিরোধিতায় মাঠে নামল বিজেপির কর্মী সমর্থকরা ।এদিন জিবি বাজার এলাকায় বন্ধের বিরোধিতা করে পিকেটিং করতে দেখা গেল বিজেপি রাজ্য সহসভানেত্রী পাপিয়া দত্তকে ।তার সাথে ছিলেন বিজেপির ছয় আগরতলা মন্ডল কমিটি ,যুব মোর্চা এবং মহিলা মোর্চার কর্মী সমর্থকরা। জিবি বাজার এলাকায় প্রদেশ বিজেপি সহ-সভাপতি পাপিয়া দত্ত জানান ,রাজ্যে বন্ধের কোন প্রভাব নেই ।মানুষ কর্মনাশা বন্ধকে প্রত্যাখ্যান করেছেন। সর্বত্রই স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। তিনি জানান, বাম দলগুলো সব সময়ই উন্নয়ন বিমুখ ।মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নেতৃত্বাধীন সরকার যখন রাজ্যের সার্বিক উন্নয়ন গতিময় করে তুলেছেন তখন এর থেকে মানুষের মন ঘুরিয়ে দিতেই এই ধরনের কর্মনাশা বন্ধের ডাক দেওয়া হয়েছে ।কিন্তু মানুষ এই ডাকে সাড়া দেননি ।এর মানে মানুষ বামেদের সঙ্গে নেই। বিষয়টি নিয়ে বামেদের চিন্তন বৈঠক করা উচিত বলে মনে করেন তিনি।।

বুধবার রাজ্যের হাট বাজার গুলোও ছিল আর দশটা দিনের মতোই স্বাভাবিক। এদিন রাজধানীর লেক চৌমুহনী বাজার থেকে বাজার সেরে বাড়ি ফেরার পথে এক নাগরিক জানান, দোকানপাঠ সব খোলা ছিল। বাজারে ক্রেতাদের ভিড় পরিলক্ষিত হয়েছে ।তিনি জানান ,বন্ধ ডাকলেই হয় না এটা সকলের বোঝা উচিত।

বুধবার বৃষ্টিস্নাত দিনেও রাজধানীর নাগের-জলা এলাকা ছিল প্রাণ চঞ্চল। পাশের বটতলা বাজারেও মানুষের ভিড় ছিল লক্ষণীয়। নাগেরজলা বাসস্ট্যান্ডের এক মোটর শ্রমিক জানান, অন্যান্য দিনের মতোই নাগের জলা থেকে বাসগুলো যাত্রী বোঝাই হয়ে গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা করেছে ।মানুষ কর্মনাশা বন্ধ প্রত্যাখ্যান করেছেন। এই ধরনের বনধ মোটর শ্রমিকরা চান না বলে জানান তিনি।

বুধবার রাজধানীর স্কুল কলেজ অফিস আদালতেও উপস্থিতির হার ছিল স্বাভাবিক ।রাস্তাঘাটে স্বল্প পাল্লার যানবাহন গুলির উপস্থিতি ও ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। মুদ্দা কথা হল ভারত বন্ধের বিন্দুমাত্র প্রভাব এদিন পরিলক্ষিত হল না রাজধানী আগরতলা সহ রাজ্যের কোথাও।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen + one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য